মোদি ও নীতীশ কুমার (Photo Credits: PTI)

পাটনা, ১০ নভেম্বর: বিহার বিধানসভা নির্বাচনের ফল গণনা চলছে। সবাই যখন নীতীশ (Nitish Kumar) বিরোধী ঝড়ে তেজস্বীকে নিয়ে মাতোয়ার তখন সকাল সাড়ে দশটা নাগাদ গণনার ফল বলছে উল্টোকথা। এই মুহূর্তে চালকের আসনে জেডিইউ-বিজেপি জোট অর্থাৎ এনডিএ। যদিও ইনিশিয়াল ট্রেন্ড মহাজোটের পক্ষেই রয়েছে। এই মুহূর্তে মোদি নীতীশের জোট বিহারে ১২২টি আসনে এগিয়ে রয়েছে। বিহারের ২৪৩টি আসনের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটা নাগাদ। বুথ ফেরত সমীক্ষা বলছে মহাজোট অর্থাৎ আরজেডি-কংগ্রেস-বামেদের জোট বিহারে সংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে। যাইহোক ভোট গণনা শুরুর ২ ঘণ্টার মধ্যেই দেখা গেল বুথফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হতে চলেছে। আরও পড়ুন-Bihar Assembly Elections 2020 Results: বিহারে ভোট গণনায় এগিয়ে এনডিএ জোট, ফের কী মুখ্যমন্ত্রী পদে ফিরছেন নীতীশ কুমার?

এই মুহূর্তে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলজেপি প্রছান চিরাগ পাসওয়ান। তিনিই উল্টে দিতে পারেন পাশার চাল। তবে অনেকেই মনে করছে সমস্ত নির্ধারিত সমীকরণকে উল্টে দিয়ে বিহারে সংখ্য়া গরিষ্ঠতা পেয়ে এগিয়ে যাবে বিজেপি। তখন জোট শরিক হিসেবে জেডিইউ-কে বিশেষ পাত্তা না দিলেও চলবে। এমনকী উল্টে নীতীশ কুমার ও চিরাগ পাসওয়ানই জোটে আসার আহ্বান জানাতে পারেন। তেমন কিছু ঘটলে বিজেপির তত্ত্বাবধানে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার না-ও প্রকাশ্যে আসতে পারেন। চলতি বিধানসবা নির্বাচনে বিহারে তিন দপায় ভোট হয়েছে। গত ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। আজ চলছে মহারমের ভোট গণনা। যা পরিস্থিতি তাতে সম্পূর্ণ ফল প্রকাশে সন্ধ্যা গড়াতে পারে।