Roopa Ganguly (Photo Credits: Sansad TV)

 

নতুন দিল্লি, ২৫ মার্চ: "পশ্চিমবঙ্গ আর বেঁচে নেই। ওখানে গণহত্যা চলছে। মানুষ প্রাণভয়ে পালাচ্ছে।  আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি।"   বীরভূমের রামপুরহাটের হিংসা নিয়ে এভাবেই  রাজ্যসভায় ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়(Roopa Ganguly )।

এদিন রাজ্যসভায় ক্ষোভ উগড়ে দিয়ে রূপা আরও বলেন, "পশ্চিমবঙ্গে মানুষ কথা বলতে পারে না। সরকার খুনিদের রক্ষা করছে। আর কোনো রাজ্য নেই যেখানে সরকার নির্বাচনে জয়ী হয়ে মানুষ হত্যা করে। আমরা মানুষ। রাজনীতি করি বলে আমাদের হৃদয় পাথর হয়ে যায়নি।"

দেখুন টুইট