Pinarayi Vijayan: এবার বিয়ের পিঁড়িতে পিনারাই বিজয়ন কন্যা বীনা টি, পাত্র DYFI প্রেসিডেন্ট পিএ মহম্মদ রিয়াস
বীনা টি ও মহম্মদ রিয়াস (Photo Credits: Twitter)

কোঝিকোড়, ১০ জুন: এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) মেয়ে বীনা টি। পাত্র রাজ্য কমিটির সিপিআইএম নেতা পিএ মহম্মদ রিয়াস। দুই পরিবারের সম্মতিতেই হচ্ছে বিয়ে। পরে এই বিয়ের খবর নিশ্চিত করছে সিপিআইএম-এর ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। আগামী ১৫ জুন চারহাত এক হতে চলেছে। শোনা যাচ্ছে অল্প কয়েকজন অতিথি অভ্যাগতের সমাবেশে অত্যন্ত সাধারণভাবে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। কেননা লকডাউনের গাইড লাইন বলছে বিয়ে বা রিসেপশন যাই হোক না কেন অতিথি ৫০ এর বেশি হবে না। আরও পড়ুন-Jammu & Kashmir: কাকভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি, এনকাউন্টার অব্যাহত

জানা গিয়েছে, পিনারাই বিজয়নের মেয়ে থাকেন বেঙ্গালুরুতে। রাজনীতির সঙ্গে তাঁর দূরতমও কোনও সম্পর্ক নেই। বেঙ্গালুরর এক স্টার্টআপ সংস্থা এগজালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হলেন বীনা টি। অন্যদিকে পাত্র রিয়াস কোঝিকোড়ের বাসিন্দা। তিনি ডিওয়াইএফআই প্রেসিডেন্ট। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের দুই তরফেই সক্রিয় রাজনীতিতে রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে যত বাম ছাত্র সংগঠনের মিছিল বিক্ষোভ সমাবেশ হয় তাঁর নেতৃত্বে থাকেন পিএ রিয়াস। বর কনে দুজনেরই আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রথম বিয়ের তরফে দুজনেরই সন্তান রয়েছে। রিয়াসের দুই ছেলে। আর বীনা এক পুত্র সন্তানের জননী।