Jammu & Kashmir: করোনায় আক্রান্ত জম্মু কাশ্মীরের পদ্ম শিবিরের ৭ নেতা, উপত্যকার বিজেপি কার্যালয়ে পড়ল তালা
প্রতীকী ছবি (Photo Credits: unsplash.com)

শ্রীনগর, ২ সেপ্টেম্বর: গত ৫ দিনে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) ৭ জন বিজেপি নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর সুরক্ষার কারণেই জম্মুর ত্রিকুটা নগরে অবস্থিত বিজেপির সদর দপ্তরে পড়েছে তালা। গত শনিবার থেকে ১০ দিনের জন্য বন্ধ গেরুয়া শিবিরের ওই কার্যালয়। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, করোনা আক্রান্তেদর মধ্যে রয়েছেন সাংসদ যুগল কিশোর, দলের সহ-সভাপতি নারিন্দর সিং, সাধারণ সম্পাদক সুনীল শর্মা, সংগাঠনিক সাধারণ সম্পাদক অশোক কাউল, প্রাক্তন বিধায়ক শক্তিরাজ পরিহার, বিবোধ গুপ্তা ও ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভাপতি সঞ্জিতা ডোগরা। জানা গিয়েছে, করোনা আক্রান্তে বিজেপি নেতৃত্বদের বেশিরভাগই জম্মুর রিয়াসি জেলার কাকরিয়ালের শ্রী মাতা বৈষ্ণোদেবী নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আরও পড়ুন-Pramod Sawant: করোনা আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রয়েছেন হোম আইসোলেশনে

এর আগে বিজেপির রাজ্য সভাপতি রবিন্দর রায়না করোনায় আক্রান্ত হন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গত সোমবার কংগ্রেসের নেতৃত্বে শ্রী মাতা বৈষ্ণোদেবী নারায়ণা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চলে বিক্ষোভ। উপত্যকার প্রদেশ কংগ্রেসের যুবনেতা উদয় ভান চিব এই আন্দোলনের নেতৃত্ব দেন। সঙ্গে ছিলনে অন্যান্য সমাজকর্মীরাও। তাঁদে অভিযোগ ওই হাসপাতাল শুধু বিশিষ্টজনদের ভর্তি নিচ্ছে।