প্রমোদ সাওয়ন্ত (Photo Credits: IANS)

পানাজি, ২ সেপ্টেম্বর: করোনাভাইরাসে আক্রান্তে হয়েছেন, বুধবার টুইটে সেখবর জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত (Pramod Sawant)। তবে তিনি উপসর্গহীন, যদিও আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন। এছাড়াও গত এক সপ্তাহের মধ্যে যাঁরা তাঁর কাছাকাছি এসেছিলেন তাঁদের সবাইকে প্রয়োজনীয় সুরক্ষাবিধি নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। নিজের স্বাস্থ্যের খবর দিতে গিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, “সবাইকে জানাতে চাই যে আমি করোনাভাইরাসে সংক্রামিত। উপসর্গহীন হওয়া সত্ত্বেও হোম আইসোলেশনে আছি। আমি এখন বাড়িতে থেকেই নিজের দায়িত্ব পালন করব। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁর প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নিন।” স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী গোয়ায় এই মুহূর্তে ৩ হাজার ২৬২ জন সংক্রামিত রয়েছেন। আরও পড়ুন-Dating Apps Banned In Pakistan: অশ্লীল তথ্য প্রচারের অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধ টিন্ডারের মতো ৫টি ডেটিং অ্যাপ

এই রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৮৫০ জন। গোয়ায় এখনও পর্যন্ত করোনার বলি ১৯৪ জন। এদিকে বুধবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India) প্রায় ৩৮ লাখের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সৌজন্যে গতকাল সারাদিনে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৭৮ হাজার ৩৫৭। মঙ্গলবার সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ৪৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ভারতে মোট করোনা আক্রান্ত এখন ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৪ জন। এই মুহূর্তে সংক্রামিত ৮ লাখ ১ হাজার ২৮২ জন। সুস্থ হয়ে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯ লাখ ১ হাজার ৯০৯ জন। দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৬৬ হাজার ৩৩৩ জন। আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪ কোটি ৪৩ লক্ষ ৩৭ হাজার ২০১টি নমুনার করোনা টেস্ট হয়েছে।

প্রমোদ সাওয়ন্তের টুইট

উল্লেখ্য, শুধু সোমবারেই ১০ লাখ ১২ হাজার ৩৬৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গত ২৭ আগস্ট থেকে ভারতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ৮ লাখ ৮ হাজার ৩০৬ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের সবথেকে কোভিড বিধ্বস্ত রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। যেখানে করোনার মৃত্য মিছিলে শামিল ২৪ হাজার ৯০৩ জন। এরপরেই ৪ লখ ৪৫ হাজার ১৩৯ জন করোনা আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। যেখানে মোট করোনার বলি ৪ হাজার ৫৩ জন। এরপরেই আক্রান্তের সংখ্যা নিরিখে যথাক্রমে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ ও বিহার রয়েছে।