নয়াদিল্লি: রবিবার দিল্লিতে (Delhi) জনসভা (public meeting) করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে (Delhi CM & AAP Chief Arvind Kejriwal) তীব্র আক্রমণ (Attack) করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি (Union Minister & BJP leader Smriti Irani)। দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়েও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।
এপ্রসঙ্গে তিনি বলেন, "৪০ কোটির বেশি টাকা দিয়ে যে মুখ্যমন্ত্রী নিজের জন্য কাঁচের মহল (Sheesh Mahal) তৈরি করেছেন তাঁর লজ্জা (Shame) হওয়া উচিত। কারণ যে মুখ্যমন্ত্রী নিজের জন্য এত টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও রাজ্যের নাগরিকদের (citizens) পানীয় জল (drinking water) ও বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা (free electricity) দিতে ব্যর্থ হয়েছেন।" আরও পড়ুন: Madhya Pradesh Assembly Elections 2023: মধ্যপ্রদেশে ফের ধাক্কা খেল বিজেপি, হেভিওয়েট নেতা ধ্রুবপ্রতাপ সিং পদ্ম ছেড়ে হাত ধরছেন!
দেখুন ভিডিয়ো:
VIDEO | “Shame on such a CM who builds himself a 'Sheesh Mahal' worth over 40 crore, but fails to provide drinking water and free electricity to the citizens,” says Union Minister Smriti Irani at a public meeting in Delhi. pic.twitter.com/tJv80lVARh
— Press Trust of India (@PTI_News) June 18, 2023