Photo Credits: ANI

কোন্ডাগাঁও: ছত্তিশগড়ের (Chhattisgarh) কোন্ডাগাঁওে (Kondagaon) জনসভা করতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Union Minister Amit Shah )। কংগ্রেসের শাসনকালে নকশালবাদ (naxalism) ও মাওবাদীদের বাড়বাড়ন্ত (increased) বেড়েছিল বলে দাবি করেন তিনি। আরও পড়ুন: Agartala Puja Pandal Fire: পুজোর আগেই আগরতলায় আগুনে পুড়ল মূর্তি ও মণ্ডপ, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

এপ্রসঙ্গে অমিত শাহ বলেন, "কংগ্রেসের শাসনকালে নকশালবাদের বাড়বাড়ন্ত বেড়েছিল। কিন্তু, বিজেপি ক্ষমতায় আসার পর তা ৭০ শতাংশ কমে গেছে। কংগ্রেস কোনওদিন উপজাতি (tribals) সম্প্রদায়ের উন্নয়নের (development) জন্য কোনও কিছু করেনি। তারা শুধুমাত্র প্রতিশ্রুতিই (promises) দিয়ে গেছে যা তারা কোনও দিন তা পূরণ (fulfilled) করতে পারেনি।" আরও পড়ুন:  N Chandrababu Naidu: ফের বাড়াল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জেল হেফাজতের মেয়াদ