আগরতলা: আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Elections 2023) লড়াই করার জন্য তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা (final candidates list) ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। সোমবার রাতে তাদের টুইটার পেজ থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
তাদের পেজ থেকে টুইট করা হয়, দলের মাননীয়া চেয়ারপার্সন মমতা ব্যানার্জির (Hon'ble party Chairperson Mamata Banerjee) অনুপ্রেরণা (inspiration) ও নেতৃত্বে (guidance) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০২৩ সালে হতে চলা ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে।
তাঁরা হলেন, ৫ নম্বর খয়েরপুর (Khayerpur) বিধানসভায় তেজেন দাস, বড়ওয়ালিতে (Bordowali) অনন্ত ব্যানার্জি, বনমালীপুরে (Banamalipur) শান্তনু সাহা, প্রতাপগড় (Pratapgarh) (তপসিলি জাতির জন্য সংরক্ষিত)-এ কুহেলি দাস (সিনহা), নালচর (Nalchar) (তপসিলি জাতির জন্য সংরক্ষিত)-এ লুটান দাস ও বেলোনিয়া (Belonia) বিধানসভায় দিলীপ চৌধুরী।
The All India Trinamool Congress (AITC) under the guidance and inspiration of Hon'ble party Chairperson Mamata Banerjee is pleased to announce the final list of candidates for the impending Tripura Legislative Assembly Elections 2023. pic.twitter.com/N8kzbl96e0
— All India Trinamool Congress (@AITCofficial) January 30, 2023