নীতীশ কুমার (Photo Credits: PTI)

মুজাফ্ফরপুর, ২৭ অক্টোবর: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিহারে চলছে শাসক ও বিরোধী দুই পক্ষের প্রচার। মুজাফ্ফরপুর জেলায় প্রচার সেরে হেলিকপ্টারের দিকে যাচ্ছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। সে সময়েই তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম নিউজ-১৮-কে মুজাফ্ফরপুর পূর্বের পুলিশ সুপার মনোজ পাণ্ডে বলেছেন, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছানোর আগেই জুতো ছোঁড়া হয়, তাই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এক সপ্তাহ আগে এমনই নির্বাচনী প্রচারে গেলে আরজেডি নেতা তেজস্বী যাদবকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়। তিনি বিহারের ঔরঙ্গাবাদ জেলার কুটুম্বা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন, সেখানেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। আরও পড়ুন-Water Found On Moon!: চাঁদের আলোকিত অংশে রয়েছে জল! প্রমাণ দিল নাসা

এই সময় এক পাটি জুতো লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে গিয়ে পড়লেও আর এক পাটি এসে পড়ে তেজস্বী যাদবের কোলে। ওই রাজনৈতিক সমাবেশের দর্শকাসনে ট্রাই সাইকেলে বসে তাকা এক প্রতিবন্ধি ব্যক্তিই রয়েছেন এই ঘটনার নেপথ্যেই ইতিমধ্যেই জুতো ছোঁড়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিহার বিধানসভায় তিনদফার ভোট হতে চলেছে। আগামী কাল ২৮ অক্টোবর প্রথম দফার বোট। আগামী ৩ নভেম্বর দ্বিতীয় দফার ভোট ও ৭ নভেম্বর তৃতীয় দফার ভোট। মোট ২৪৩টি বিধানসভা আসনে নির্বাচন। ফল প্রকাশ আগামী ১০ নভেম্বর। ১২ আসনে প্রার্থী দিয়েছে নীতীশ কুমারের রাষ্ট্রীয় জনতাদল ইউনাইটেড। সেখানে তার জোটসঙ্গী বিজেপি ১২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।