বিজওয়াড়া: স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনে দুর্নীতির (Skill Development Corporation scam) অভিযোগে গ্রেফতার (arrest) হয়ে বর্তমানে রাজামুন্ডি সেন্টাল জেলে বন্দি রয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু (TDP supremo and former Chief Minister N Chandrababu Naidu)।
রবিবার রাজামুণ্ডি জেল (Rajahmundry Central Jail) থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিজয়ওয়াড়ার এসিবি কোর্টের শুনানিতে হাজিরা দেন তিনি। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর চন্দ্রবাবু নাইডুকে ফের ১১ দিনের জন্য অর্থাৎ ৫ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (judicial custody) রাখার নির্দেশ দেন বিচারক হিমা বিন্দু (Judge Hima Bindu)। আরও পড়ুন: DJ Music Haram In Islam: নবী দিবসে ঈদের শোভাযাত্রায় ডিজে বাজানো 'হারাম', বললেন মুসলিম ধর্মগুরু
#Vijayawada ACB court extended, till October 5, judicial custody of TDP supremo and former Chief Minister #NChandrababuNaidu in alleged Skill Development Corporation scam.
With Naidu’s custody ending Sunday, he was produced before court virtually from Rajahmundry Central Jail.… pic.twitter.com/7f6yRfS4Tz
— IANS (@ians_india) September 24, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে বিজয়ওয়াড়ার এসিবি আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: Sacred Ensembles of Hoysalas: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল কর্ণাটকের 'স্যাক্রেড এনসেম্বল অফ হোয়সালাস', উচ্ছ্বসিত স্থানীয়রা