নয়াদিল্লি: মোদি পদবি মামলায় (Modi Surname Case) গুজরাট হাইকোর্টের (Gujarat High court) রায়ের (ruling) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) স্থগিতাদেশ (stay) ও শাস্তি খারিজের আবেদন জানিয়ে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)। শুক্রবার তার প্রথম শুনানির পর রাহুল গান্ধীর কোনও আবেদনই গৃহীত হল না। শাস্তি বাতিল বা অবিলম্বে তাতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাহুল গান্ধীর এই আবেদনের প্রেক্ষিতে মামলাকারী গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ও গুজরাট সরকারকে নোটিস পাঠাল আদালত। ১০ দিনের মধ্যে তাদের থেকে এর উত্তরও চেয়েছে।
মোদি পদবি মামলায় এখনও স্বস্তি পেলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর শাস্তি বাতিল বা স্থগিতাদেশ, প্রথম শুনানিতে কোনওটিই দিল না সুপ্রিম কোর্ট। তবে এদিন মামলাকারী পূর্ণেশ মোদি এবং গুজরাট সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চ রাহুল গান্ধীর আবেদন খারিজ করার পাশাপাশি এই বিষয়ে পূর্ণেশ মিশ্র ও গুজরাট সরকারকে নোটিস পাঠিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৪ অগাস্ট। রাহুল গান্ধীর শাস্তির নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হবে কিনা সেই বিষয়ে কিছু প্রশ্ন করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
শুক্রবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির সময় রাহুল গান্ধীর আইনজীবী বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক সিংভি রাহুল গান্ধীর শাস্তির নির্দেশের উপর অন্তত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার আবেদন জানান। এপ্রসঙ্গে বলেন, রাহুল গান্ধী ১১১ দিন ধরে এই বিষয়ের জন্য ভুগছেন। সংসদের গত অধিবেশনের পাশাপাশি বর্ষাকালীন অধিবেশনেও যোগ দিতে পারলেন না। তাই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু, আদালত জানায় এই বিষয়ে উভয়পক্ষের বক্তব্য না শুনে কোনও নির্দেশ দেবে না। আরও পড়ুন: Manipur Viral Video: মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডে তীব্র ক্ষোভ, অভিযুক্তর বাড়ি ভেঙে আগুন ধরালেন মহিলারা, দেখুন সেই ভিডিয়ো