ইম্ফল, ২১ জুলাই: মণিপুরে গত ৪ মে দুই মহিলাকে নগ্ন করে চরম হেনস্থার ঘটনায় ফুঁসে উঠতে শুরু করেছে প্রায় গোটা দেশ। মণিপুরে ৪ মে ওি ঘটনা ঘটলেও, কেন অপরাধীদের এতদিন পর গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। যদিও মণিপুরে ভাইরাল ভিডিয়ো ঘটনায় অভিযুক্তদের কোনওভাবে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মণিপুরের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারির পর এবার যেনতার উপর রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেন দেশের উত্তর-পূর্বের এই রাজ্যের মহিলারা। বৃহস্পতিবার ভাইরাল ভিডিয়োকাণ্ডে মূল অভিযুক্তর গ্রেফতারির পর তার বাড়ি প্রথমে ভেঙে দেন মহিলারা। এরপর সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে শুক্রবার দাউ দাউ করে জ্বলতে দেখা যায় মণিপুরে ভাইরাল ভিডিয়োকাণ্ডে মূল অভিযুক্তর বাড়ি।
#WATCH | Women in Imphal burned down the house of one of the accused in Manipur viral video case, yesterday, 20th July. Four arrests have been made in the case so far. pic.twitter.com/6XOl4kdqGY
— ANI (@ANI) July 21, 2023