মুম্বই: রবিবার মহারাষ্ট্রে (Maharashtra) তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা (political crisis) নিয়ে মুখ খুললেন উদ্ধব ঠাকরের নেতৃত্বধানী শিব সেনার নেতা সঞ্জয় রাউত (Shiv Sena (UBT) leader Sanjay Raut)। এনসিপি প্রধান শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ করলেন বিজেপিকে।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় রাউত বলেন,"এটা বিজেপির (BJP) ষড়যন্ত্র (conspiracy)। তারা অন্য রাজনৈতিক দলগুলিকে (other parties) ভেঙে (breaking) দলত্যাগীদের নিজেদের দলে নিচ্ছে। মহারাষ্ট্রে এটা আপনারা দেখতে পাবেন। যারা প্রচণ্ড পরিমাণে দুর্নীতিগ্রস্ত (corrupt) তারা বিজেপিতে যোগ (joining) দেওয়ার তাদের সৎ ও স্বচ্ছ (clean) হিসেবে ঘোষণা করা হচ্ছে। শরদ পাওয়ার (Sharad Pawar) যা বলেছেন তা দেশেরই অনুভূতি (emotion of the country)।" আরও পড়ুন: Pakistan PUBG Lover: পাকিস্তান থেকে ভারতে আসা পাবজি প্রেমিকা ধর্ম বদলে হিন্দু হলেন
দেখুন ভিডিয়ো:
#WATCH | Mumbai: "This is BJP's conspiracy. They are breaking other parties, bringing them to their own party...in Maharashtra, you can see this. Those who were the most corrupt have been declared clean after joining BJP. What Sharad Pawar has said is the emotion of the country,"… pic.twitter.com/voaTofoMza
— ANI (@ANI) July 9, 2023