Serampore Lok Sabha Constituency: ইতিহাস, প্রার্থীরা, কে এগিয়ে
শ্রীরামপুরে ফের কি কল্যাণের দখলে থাকবে? (File Photo)

হুগলী জেলা (Hooghly District)- র এই কেন্দ্র বরাবর তৃণমূল (Trinamool Congress)-র শক্ত ঘাঁটি। দিদি-র ডাকে বারবার সাড়া দিয়েছে শ্রীরামপুর (Serampore)। তবে বিজেপি (BJP)- এবার এখানে ফাইট দেওয়ার চেষ্টায় আছে। গতবার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) র মত তারকা প্রার্থীকে দাঁড় করিয়ে বিজেপি তাদের ভোট অনেকটা বাড়ালেও, তৃতীয় স্থানে শেষ করে। এই লোকসভার কোনও বিধানসভা কেন্দ্রেই বিজেপি-র সংগঠন মজবুত নয়। তবে এবার এই কেন্দ্রে সোশ্যাল মিডিয়া প্রচারে জোর দিয়েছে বিজেপি।

এক নজরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র

২০১৯ লোকসভার প্রার্থীরা

কল্যাণ ব্যানার্জি (Kalayan Banerjee) (তৃণমূল)

দেবজিৎ সরকার (Debjait Sarkar)(বিজেপি)

তীর্থঙ্কর রায় (Tirthankar Roy) (সিপিআইএম) (CPM)

২০১৪ লোকসভার ফলাফল

কল্যাণ ব্যানার্জি (তৃণমূল)- ৬,১৪,৯৩৩টি ভোট (৩৯.৯০%)

তীর্থঙ্কর রায় (সিপিআইএম)- ৩,৬২,৪০৭টি ভোট (২৮.০৮ ভোট)

বাপ্পি লাহিড়ি (বিজেপি)- ২,৮৭,৭১২টি ভোট (২২.২৯ ভোট)

ফলাফল- কল্যাণ ব্যানার্জি (তৃণমূল) জয়ী ২,৫২,৫২৬ ভোটের ব্যবধানে

কে এগিয়ে-

তৃণমূল এগিয়ে। বিজেপি প্রার্থী নিয়ে শুরুর দিকে ক্ষোভ ছিল। তবে ভোটের দিন কাছে আসতেই বিজেপি-র প্রচার বাড়ে। বাম প্রার্থী তীর্থঙ্করও ছাপ ফেলার চেষ্টা করছেন।