Sonia Gandhi Speaks to Sharad Pawar: মহারাষ্ট্রে জোটে সায় কংগ্রেসের? সিদ্ধান্ত নিতে মুম্বই উড়ে গেলেন কংগ্রেসের তিন শীর্ষ নেতা
সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ার (Photo Credit: PTI)

মুম্বই, ১২ নভেম্বর: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শিবসেনার একেবারে শিরে সংক্রান্তি দশা। এনসিপি যদি আজ রাত সাড়ে আটটার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারে তাহলে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হতে পারে। এমতাবস্থায় সহযোগী কংগ্রেসের সমর্থনই এই রাজনৈতিক বৈতরণী নিশ্চিন্তে পেরিয়ে যাওার পথ করে দিতে পারে। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরেই একপ্রস্থ টেলিফোনিক বার্তা সারলেন শরদ পাওয়ার (Sharad Pawar) ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শিবসেনাকে আদৌ সমর্থন করা যাবে কি না তা ঠিক করতে কংগ্রেসের তিন শীর্ষ নেতৃত্বকে মহারাষ্ঠে পাঠানো হয়েছে। দলের বর্ষীয়ান নেতা কেসি বেনুগোপাল, মল্লিকার্জুন খাড়গে ও আহমেদ প্যাটেল (Ahmed Patel, Mallikarjun Kharge and KC Venugopal) খুব শিগগির মুম্বই পৌঁছে যাবেন।

এই তিন কংগ্রেস নেতার সঙ্গে বৈঠকে বসবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সেই বৈঠকের পরেই জানা যাবে কংগ্রেস সরকার গঠনে সাথ দিচ্ছে কি না। মূলত আজ রাত সাড়ে আটটা পর্যন্ত কংগ্রেস ও এনসিপিকে সরকার গঠনের সময়সীমা দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। যদি জোটের সমর্থন পেয়ে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা এনসিপির হাতে চলে আসে তাহলে সময়সীমা শেষের আগেই রাজ্যপালের সঙ্গে দেখা করেবে এনসিপি নেতৃত্ব। শুরু হবে মহারাষ্ট্র সরকার গঠনের প্রক্রিয়া। এই প্রসঙ্গে মুম্বই রওনা দেওয়ার আগে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ভোটের আগে থেকেই এনসিপি কংগ্রেসের মধ্যে জোটের বাতাবরণ রয়েছে। আজকের বৈঠকের পরেই ঠিক হচ্ছে জোট ভাগ্য আগামীতে সফলভাবে কাজ করবে কি না। আরও পড়ুন-Maharashtra Deadlock: কংগ্রেসের সমর্থন এখনও মেলেনি, মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনা-এনসিপির প্রচেষ্টা বিশবাঁও জলে

সূত্র বলছে, শিবসেনাকে সমর্থন করতে গররাজি কংগ্রেস (Congress)। এদিকে এনসিপি শিবসেনা জোট বাঁধলেও সংখ্যা গরিষ্ঠতায় অনেক পিছিয়ে রয়েছে। আরও ৪৭ জন বিধায়ক নাহলে সরকার গড়ার জায়গায় পৌঁছানো সম্ভব নয়। এই প্রসঙ্গে গতকাল রাতে এনসিপির মুখপাত্র নবাব মালিক বলেছেন, বিকল্প সরকার গড়ার জন্য একটা স্পষ্ট অবস্থানে রয়েছে দল। যাইহোক সরকার গড়তে হলে সহযোগী কংগ্রেসের চূড়ান্ত সমর্থনের জন্যঅপেক্ষা করতেই হচ্ছে। এদিকে মতাদর্শগত বিরোধী দল শিবসেনার সঙ্গে জোটে যেতেই কংগ্রেসের অন্দরে চলছে দোলাচাল। এই সরকার গঠন নিয়ে আমাদের দলীয় নেতৃত্বদের মধ্যে বৈঠকও হয়েছে। এখন জোট সঙ্গি কংগ্রেসের মতামতের অপেক্ষা করছে এনসিপি। বিজেপি শিবসেনার কেউই মহারাষ্ট্রে সরকার গড়তে পারেনি। তাই সোমবার রাতে শরদ পাওয়ারের দল এনসিপি-কেই সরকার গঠনের দায়িত্বভার দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।