টিকমগড়: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে হারাতে ইন্ডিয়া জোট গঠন করেছে কংগ্রেস-সহ ২৮টি বিরোধী রাজনৈতিক দল। কিন্তু, এখন থেকেই সেই জোটের কোনও কোনও শরিকরা বেসুরে কথা বলতে শুরু করেছে।
সম্প্রতি একটি সভায় গিয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যতের জন্য কংগ্রেস আর কিছুই করছে না বলে অভিযোগ করেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) নেতা নীতীশ কুমার। কংগ্রেস বর্তমানে পাঁচটি রাজ্য়ের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত বলেও কটাক্ষ করেন তিনি। এবার কংগ্রেসকে (Congress) ধূর্ত দল বলে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব (Samajwadi Party chief Akhilesh Yadav)।
রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) টিকমগড়ে (Tikamgarh) নির্বাচনী জনসভা করতে গিয়ে তিনি বলেন, "আপনি যদি রেশন (ration) হিসেবে কিছুই না পান তবে আপনি বিজেপিকে (BJP) ভোট (vote) দেবেন কেন? এমনকী কংগ্রেসকেও ভোট দেবেন না, তারা খুব ধূর্ত দল (cunning party)। কংগ্রেস যদি আমাদের সঙ্গে প্রতারণা (cheat) করতে পারে, তাহলে আপনাদের সঙ্গে প্রতারণা করতে কত সময় লাগে? ভোটের খাতিরেই কংগ্রেস জাতিভিত্তিক আদমশুমারি (caste-based census) চায়।" আরও পড়ুন: Congress Manifesto For Chhattisgarh: ছত্তিশগড়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের, ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | Tikamgarh, Madhya Pradesh: Samajwadi Party chief Akhilesh Yadav says "...If you are getting nothing as ration, then why will you vote for BJP? Do not even vote for Congress, they are a very cunning party...If Congress can cheat on us...Congress wants caste-based census… pic.twitter.com/p1rXnlKICg
— ANI (@ANI) November 5, 2023