রাজনন্দনগাঁও: বিধানসভা নির্বাচনকে (Chhattisgarh assembly elections 2023) কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ছত্তিশগড়। ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে দিয়েছেন রাজ্যের শাসকদল কংগ্রেস (Congress) ও বিরোধী বিজেপির (BJP) নেতা-নেত্রীরা। কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে হাওয়ালার টাকা লাগানোর অভিযোগ তুলেছে বিজেপি। এই নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই রবিবার দুপুরে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার (Congress election manifesto) প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Chhattisgarh CM Bhupesh Baghel)।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rajnandgaon: Chhattisgarh CM Bhupesh Baghel launches Congress manifesto for the upcoming state assembly elections. pic.twitter.com/Fj2u0MxkuS
— ANI (@ANI) November 5, 2023
ছত্তিশগড়ে ফের ক্ষমতায় এলে রাজ্যে জাতি ভিত্তিক আদমশুমারি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "রাজ্যে ফের ক্ষমতায় এলে বর্ণভিত্তিক আদমশুমারি (Caste-based census) করা হবে। তফসিলি জাতি (scheduled caste), উপজাতি জাতি (tribal castes), অনগ্রসর শ্রেণি (backward classes), সাধারণ বিভাগ এবং সংখ্যালঘুদের (minorities) জন্য একটি বর্ণভিত্তিক আদমশুমারি করা হবে। এই শ্রেণিগুলির মধ্যে যে সমস্ত জাতিগুলি পিছিয়ে থেকে গেছে তাদের এটা কেবল রাজনৈতিক সুবিধাই (political benefit) দেবে না। সরকার তাদের জন্য একটি বিশেষ নীতি (special policy) তৈরি করবে এবং তাদের সামাজিক (social) ও আর্থিক সুবিধা (financial benefits) দেবে। ছত্তিশগড়ে জাতি ভিত্তিক আদমশুমারি আবশ্যক।" আরও পড়ুন: Tamil Nadu: তামিলনাড়ুতে পূর্ত দফতরের মন্ত্রীর বাড়িতে তল্লাশি আয়কর দফতরের
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rajnandgaon: At the launch of the manifesto for the upcoming state assembly elections, Chhattisgarh CM Bhupesh Baghel says, "Caste-based census would be conducted. A caste-based census would be conducted for the scheduled caste, tribal castes, backward classes, general… pic.twitter.com/fhgDHKQ0wd
— ANI (@ANI) November 5, 2023