মুম্বই, ২৫ নভেম্বর: সুপ্রিম কোর্টে শিবসেনা, কংগ্রেস ও এনসিপির (Shiv Sena-NCP-Congress) আবেদনের শুনানি আজ। সেই উপলক্ষে দেশের শীর্ষ আদালতের রায় শুনতে রাজধানীতে পৌঁছেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত(Sanjay Raut)। তিনি এক সাংবাদিক সম্মেলনে বললেন, একটি মিডিয়া রিপোর্টে তিনি জানতে পেরেছেন রোটেশনাল মুখ্যমন্ত্রীত্বের শর্তে অজিত পাওযার সম্মতি জানিয়েছেন। রাজ্যপালের সমর্থনের আশায় আজ শিবসেনা-এনসিপি ও কংগ্রেসের নেতৃবৃন্দ আজ সোমবার একটি চিঠি নিয়ে রাজভবনে যাচ্ছেন। সিবিআই-ইডি-আয়কর বিভাগ ও পুলিশ (CBI-ED-IT-Police)মিলে অপারেশন কামাল পরিচালনা করে, যার সুবিধা মহারাষ্ট্রে রয়েছে। যদিও তাতে ফল বিশেষ হয় না। তবে দলের হাতে সংখ্যা গরিষ্ঠতা থাকলে আপনার সেই অপারেশন কামালের প্রয়োজন কি? প্রশ্ন তুলেছেন রাউত।
রবিবার দিনভর নাটকের প্রেক্ষাপটে বিচরণ করেছে এনসিপির অন্দরমহল। এমতাবস্থায় সোমবার সকালে এনসিপির বিক্ষুব্ধ নেতা ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে দেখা করতে যান দলের শীর্ষ নেতা ছাগন ভূজবল। মূলত শনিবার যখন অজিত পাওয়ার ও এনসিপি বিদায়কদের একাংশের সমর্থনে দেবেন্দ্র ফডনবিশ যখন মহারাষ্ট্রে সরকার গড়তে যান তখনই নতুন রাজনৈতিক নাটক প্রকাশ্যে এসে পড়ে। শনিবারই অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছন। এদিকে রবিবার সকালে মহারাষ্ট্র মামলায় সব পক্ষকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির বেঞ্চ সরকার পক্ষকেও নির্দেশ দিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে দেবেন্দ্র ফডনবিশের তরফে রাজ্যপালকে দেওয়া সংখ্যাগরিষ্ঠতার চিঠি এবং রাজ্যপালের ফডনবিশেকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর চিঠি জমা দিতে হবে। মামলাটি পিছোনো নিয়ে বিজেপি এবং সরকারের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। আরও পড়ুন-Jharkhand Assembly Elections 2019: নির্বাচনী প্রচারে আজ ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কড়া নিরাপত্তার চাদরে ডালটন গঞ্জ-গুমলা
Sanjay Raut, Shiv Sena: There are four people in 'Operation Kamal'; CBI, ED, Income Tax dept and Police carry out 'Operation Kamal'. But it will not yield any result here. If you have the majority then why do you need an 'Operation Kamal'? #Maharashtra https://t.co/KLZbqNncdx
— ANI (@ANI) November 25, 2019
আর দুই বিধায়ক ফিরে এল এনসিপির (NCP) শরদ পাওয়ার (Sharad Pawar) শিবিরে। তবে আরও দুই বিধায়ক এখনও নিখোঁজ। ফিরে আসা দুই বিধায়ক হলেন দৌলত দারোদা ও অনিল পাতিল। তাঁরা দু'জনেই বাকি বিধায়কদের সঙ্গে হায়াত হোটেলে উঠেছেন। রবিবার গভীর রাতে তাঁদের নিয়ে মুম্বই ফেরেন এনসিপির ছাত্র সংগঠনের প্রধান সোনিয়া দোহন ও এনসিপির যুব সংগঠনের নেতা ধীরাজ শর্মা। জানা যাচ্ছে, নীতিন পাওয়ার নামে আরও এক বিধায়ক মুম্বই ফিরেছেন। তবে তিনি হায়াত হোটেলে উঠেছেন কি না তা জানা যায়নি। তবে এখনও নিখোঁজ নরহরি জিরওয়াল নামে এক বিধায়ক। সূত্রের খবর, তিনি দিল্লিতে রয়েছেন।