হায়দরাবাদ, ১৭ আগস্ট: ভোটারদের প্রভাবিত করার জন্য বিজেপি ফেসবুককে কাজে লাগাচ্ছে। একদিন আগেই বিজেপির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটি আনেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবারই এই অভিযোগের পাল্টা দিলেন হায়দরাবাদের বিজেপি নেতা এনভি সুভাষ। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখা বন্ধ করে দিক রাহুল গান্ধী। কারণ তা হচ্ছে না। সুভাষ বলেন, “বিজেপিকে অপদস্থ করে ক্ষমতায় আসা যাবে না। এটা রাহুল গান্ধী বুঝতেই পারছেন না। ক্ষমতায় আসতে হলে বরং তাঁর পার্টির সমর্থকদের থেকে আত্মবিশ্বাস অর্জন করা উচিত। কংগ্রেস নেতা বিজেপি ও আরএসএসকে দোষারোপ করার জন্য কোনও কিছু বলতেই বাদ রাখছেন না।” আরও পড়ুন-Terror Attack In J & K: জঙ্গির গুলিতে ফের রক্তাক্ত উপত্যকা, শহিত ২ CRPF-সহ ১ পুলিশ অফিসার
তিনি আরও বলেন, “ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় মানুষ বালখিল্য মতামত দিয়ে থাকে। কেউই সেসব মতামতের উপরে কোনওরকম ভরসা বা বিশ্বাস রাখে না। তাই এইসব দেখে কেউই প্রভাবিত হয় না। যদিও রাহুল গান্ধী মনে করেন, এমনটা ঘটে। তাইতো কেউ একজন সোশ্যাল মিডিয়ায় ভোটারদের প্রভাবিত করে ক্ষমতা দখল করেছে। এবার তিনি সেই সব ঘটনার বিরোধিতা করে ক্ষমতায় ফিরবেন। আসলে এসব বলে নিজের পার্টির সমর্থকদের উপর থেকেই ভরসা হারিয়ে ফেলছেন রাহুল গান্ধী। বিজেপির নামে এমন ভুলভাল অভিযোগ করে নিজেকে আর ছোট প্রতিপন্ন করেন না। ”