কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১৫ এপ্রিল: কোভিড-১৯ বিপর্যয়ের মাঝে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন প্রচুর ভারতীয় শ্রমিক। বুধবার কেন্দ্রের কাছে সেই সব শ্রমিককে দেশে ফেরানোর দাবি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক টুইট বার্তায় কংগ্রেস নেতা বলেছেন, “মহামারী করোনার বিপর্যয়ে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে পড়েছে। এর জেরে মধ্যপ্রাচ্যে কর্মহীন হয়েছেন হাজারেরও বেশি ভারতীয় শ্রমিক। ঘরবন্দি হয়ে থাকতে থাকতে তাঁরা তীব্র হতাসায় ডুবে যাচ্ছেন। এই চরম বিপর্যয়ের দিনে যেকোনও উপায়ে দেশে ফিরতে চাইছেন তাঁরা। সরকারের উচিত বিদেশ বিভুঁইতে পড়ে থাকা আমাদের ভাইবোনেদের দেশে ফেরানোর বন্দোবস্ত করা। সেসব জায়গায় বিমান পাঠিয়ে তাঁদের পরিজনদের কাছে ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে কোয়ারেন্টাইনের যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

এদিকে ভারতে করোনাভাইরাসের সংক্রমণের (Coronavirus cases in India) গতি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ১০৭৬ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৩৯ জন। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ হাজার ৭৫৬ জন। ১ হাজার ৩০৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। মোট মৃতের সংখ্যা ৩৭৭। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ১০৭৬ জন। বিশ্বে যখন করোনা আক্রান্তের সংখ্যা ১.৯ মিলিয়ন ছাড়িয়েছে। তখন ভারতেও তাৎপর্যপূর্ণ ভাবে বাড়ছে সংক্রমণ। আরও পড়ুন-ICMR Reports On Coronavirus: কোভিড-১৯ এর বাহক দেশের ২ প্রজাতির বাদুড়, গবেষণায় বলল আইসিএমআর

সবমিলিয়ে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছে গেল কি না তা নিয়ে উদ্বেগ বেড়েছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ সঙ্গীন। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০০। রাজ্যে ১৭৮ জন করোনার বলি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৯ জন। পরেই রয়েছে রাজধানী, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০০। তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্ত ১২৩০ জন।