Presidential Elections 2022: শেষ হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব, ফল ঘোষণা ২১ জুলাই
Droupadi Murmu and Yashwant Sinha. (Photo Credits: PTI)

আগামী ২৪ জুলাই রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে। এগিকে আজই দেশের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Elections 2022) ভোট দিলেন মোট ৪ হাজার ৮০০ জন নির্বাচিত সাংসদ ও বিধায়ক। এদিন সংসদ ভবন ও রাজ্যগুলির বিধানসভা ভবনে ভোটগ্রহণ শুরু হয় সকাল দশটায়। শেষ হল বিকেল পাঁচটায়। আরও পড়ুন-Russian Woman Arrested For Selling Newborn: ঋণ মেটাতে সদ্যোজাতকে বিক্রি, জেলে গেল রাশিয়ান মা

তবে দিন শেষে একটা বিষয় স্পষ্ট যে, দ্রৌপদী মুর্মু এই নির্বাচনী লড়াই জিততে চলেছেন। কারণ একেবারে সাম্প্রতিক কোলে শিবসেনা ও ঝাড়খণ্ড মুক্তিমোর্চা দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। আগামী ২১ জুলাই ভোট গণনা। দেশের নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন আগামী ২৫ জুলাই।

এদিন শরদ পওয়ারের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের একটি বৈঠক হতে চলেছে। সেখানে বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা বৈঠকে হাজির থাকবেন।