Photo Credits: ANI

বল্লারি: ভোট ব্যাঙ্কের রাজনীতির (Vote-bank politics) জন্য সন্ত্রাসকে (terror) আশ্রয় (shelter) ও প্রশ্রয় (nurtured) দিয়েছে কংগ্রেস। শুক্রবার কর্নাটকের বল্লারিতে নির্বাচনী জনসভায় (Ballari election rally) বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই ধরনের রাজনৈতিক দল কীভাবে কর্নাটককে (Karnataka) রক্ষা করবে সেই প্রশ্নও তুললেন।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি হতবাক হয়ে যাই যখন দেখি ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য সন্ত্রাসবাদকে (terrorism) প্রশ্রয় দিচ্ছে কংগ্রেস (Congress)। এর আগেও তারা সন্ত্রাসকে লালনপালন করেছে, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিয়েছে। এই ধরনের রাজনৈতিক দল কি কর্নাটককে রক্ষা (save) করতে পারবে? সন্ত্রাসের পরিবেশে (atmosphere) শিল্প (industry), তথ্যপ্রযুক্তি শিল্প (IT industry), কৃষি (agriculture), পশুপালন (farming) ও ঐতিহ্যবাহী সংস্কৃতি (glorious culture) ধ্বংস হয়ে যাবে (destroyed)। নির্বাচনে জেতার জন্য মিথ্যে প্রচার (fake narratives) ও সার্ভে (surveys) তৈরি করেছে কংগ্রেস। এই রাজ্যের ভোটারদের ভুল পথে চালিত (mislead) করার চেষ্টা করছে তারা। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে (manifesto) তুষ্টিকরণের জন্য শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে শুধু নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কর্নাটকের মানুষ কংগ্রেসের এই তুষ্টিকরণের রাজনীতি (politics of appeasement) নিজেদের চোখেই দেখছেন। বজরঙ্গবলীর (Bajrang Bali) নাম উচ্চারণ করেছি বলে ওরা আমাকে অপছন্দ করে।"

বিজেপি কর্নাটককে দেশের মধ্যে এক নম্বর রাজ্য বানাতে চায় দাবি করে প্রধানমন্ত্রী আরও বলেন, "কর্নাটককে এক নম্বর বানানোর জন্য রোডম্যাপ তৈরি করেছি আমরা। কিন্তু, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে শুধু মিথ্যে প্রতিশ্রুতি ও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আসলে তারা এমন পরিস্থিতির মধ্যে রয়েছে যে তারা কাঁপছে (shivering)। টাকার জোরে ভোটে জিততে চাইছে।" আরও পড়ুন: Morena Shootout: জমি নিয়ে গণ্ডগোলের জেরে গুলিতে মৃত একই পরিবারের ৬ সদস্য, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: