এই প্রথম বার কলকাতায় ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রাজ্যে এসে একাধিক বার কলকাতায় থাকলেও শহরের বুকে মোদী কোনও রকম দলীয় কর্মসূচি বা বৈঠকে যোগ দেননি। আজ তিনি উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে রোড-শো করবেন।শ্যামবাজার থেকে হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড ও বিধান সরণির সংযোগ স্থলে আসবে মোদীর রোড-শো। বিজেপি সূত্রে খবর এই পথে মোট ৪০ জায়গায় মঞ্চ বেঁধে মোদীকে স্বাগত জানানো হবে। প্রতিটি মঞ্চে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরা হবে। তবে রোড শো শুরু হওয়ার আগেই রাতের অন্ধকারে পুলিশের তরফে সেই মঞ্চ খুলে ফেলার গুরুতর অভিযোগ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা অমিত মালব্য। সোশ্যাল মিডিয়া এক্স-হ্যান্ডেলে দুটি ভিডিও শেয়ার করেছেন তিনি। তার দাবি, প্রধানমন্ত্রীর রোড শোর রুটের বিভিন্ন পয়েন্টে তৈরি মঞ্চগুলি বেঙ্গল পুলিশ সরিয়ে দিচ্ছে। এক্স বার্তায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে অমিত বলেন- এগুলো রাষ্ট্রযন্ত্রের চরম অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশনকে এগিয়ে এসে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেও বার্তা দেন তিনি। দেখুন সেই পোস্ট-
Kolkata Police on the job. The purpose is nothing, but to disrupt… https://t.co/RUuB8p95HH pic.twitter.com/XnA1lWqujc
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 28, 2024
Post midnight, Kolkata Police, under instruction of Mamata Banerjee, is winding down stages, erected at various points, along the Prime Minister’s roadshow (to be held in the evening of 28th May) route. They have all the requisitions, won’t disapprove, but won’t allow either.…
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 27, 2024
বিজেপি নির্বাচনী কমিটির তরফে জানানো হয়েছে ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভা শেষে আজ পশ্চিমবঙ্গে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এরপর দুপুর আড়াইটায় বসিরহাট লোকসভা কেন্দ্রের বারাসাত এবং বিকেল ৪টায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। এর পরে বারুইপুরের সভা শেষ করে সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর কলকাতায় শুরু হবে তাঁর রোড-শো।