Maharashtra Resident Files Petition: জনগণের রায়কে অস্বীকার বিশ্বাসঘাতকতা করেছেন উদ্ধব ঠাকরে, জোটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের আইনজীবী
সুপ্রিম কোর্টের ফাইল ছবি (Photo Credit: IANS)

মুম্বই, ২২ নভেম্বর: সরকার গঠনকে কেন্দ্র করে অশান্ত মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। দীর্ঘ সময়ের টানাপোড়েনের পর সরকার গড়তে চলেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস (NCP-Shiv Sena-Congress) জোট। আজ রাতেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথামতো রাত পোহালেই জোটের প্রতিনিধিরা রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরমধ্যেই উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। মামলা করলেন আওরঙ্গাবাদের আইনজীবী রত্নাকর ছাওড়ে। তাঁর অভিযোগ, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) জোট শরিক বিজেপিকে সরিয়ে কংগ্রেস ও এনসিপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের বাসিন্দাদের বিশ্বাস ভেঙেছেন। তিনি জনগণের রায়কে অস্বীকার করে বিরোধীদের সঙ্গে জোটে গিয়েছেন।

এদিকে সঞ্জয় রাউত আজ ফের জানালেন, তিন দলের সর্বসম্মতিতে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসছেন উদ্ধব ঠাকরে। এই মুখ্যমন্ত্রীর পদ নিয়েই যত গোলমাল। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি, তাই শরিক শিবসেনার সহযোগিতা ছাড়া দলগঠন মুশকিল ছিল। তবে বিজেপি মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগিতে যাবে না, আর শিবসেনার মুখ্যমন্ত্রী পদ চাই। ফল যা হওয়ার তাই হল। জোট ভাঙল। রাজ্যপালের কাছে সরকার গড়ার জন্য দরবার করল না বিজেপি। এরপর অনেক কাটখড় পুড়িয়ে শেষে সরকার গড়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে শিবসেনা। এমতাবস্থায় খোদ দলনেতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠল। আরও পড়ুন-Nitin Gadkari: শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট আসলে মওকা, এই সরকার ৬ মাসের বেশি টিকবে না, বললেন নীতিন গডকড়ি

শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে নাকি আওরঙ্গাবাদে প্রচারে গিয়ে হিন্দুত্বকেই হাতিয়ার করেছিলেন উদ্ধব ঠাকরে সেইভাবেই ভোট চেয়েছিলেন তিনি। বিজেপি শিবসেনা জোট যে ক্ষমতায় আসছে তা-ও জানান। আর মাস ঘুরতে না ঘুরতেই জোট বদল করে মুখ্যমন্ত্রী কিনা সেই উদ্ধব ঠাকরে। তবে রত্নাকর চাওড়ে একা নন, তার আগেই আর এক বাসিন্দা এসআই সিং (SI Singh) তিনিও শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেন। তাঁর দাবি ছিল রাজ্যপাল যেন এই জোটকে কোনওভাবেই সরকার গড়ার অনুমতি না দেন।