মুম্বই, ১৮ অক্টোবর: সাভারকরের থেকে বেশি ধর্মনিরপেক্ষ একজনকে খুঁজে এনে দেখান। সংসদে প্রবেশের আগে ধর্ম বাড়িতে রেখে আসুন। সাভারকর একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তাঁর মতাদর্শকে অনুসরণ করুন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন উপলক্ষে সম্প্রতি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। সেখানে ভোট টানতে সাভারকরকে (Vinayak Savarkar) ভারত রত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই তোপ দেগেছিলেন অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান (AIMIM) আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi)। এদিন এভাবেই তাঁকে পাল্টা দিলেন সাভারকরে নাতি রঞ্জিত সাভারকর (Ranjeet Savarkar)।
তিনি বলেন, “সাভারকরের মতাদর্শকে ওয়েসির অনুসরণ করা উচিত। যা আপনাকে অন্তত একটা জিনিস শেখাবে যে ধর্ম বাড়িতে রেখে আসুন। যখন বাড়ির বাইরে বেরোবেন তখন আপনি মুসলিম বা হিন্দু নন, শুধুই ভারতীয়। সংসদে প্রবেশের আগে লিঙ্গ, ধর্ম, বর্ণ বাইরে রাখুন, সাভারকর এমনটাই আশা করতেন। তাঁর থেকে বেশি ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব দেখান দেখি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও (Indira Gandhi) সাভারকরকে সম্মান করতেন। আমি ভীষণভাবে মনে করি তিনিও সাভারকরের অনুগামী ছিলেন, তাইতো পাকিস্তানকে নত হতে বাধ্য করেছিলেন। সেনাবাহিনীকে শক্তিশালী করেছিলেন। বৈদেশিক সম্পর্ককে মজবুত করেছিলেন। তিনি পারমাণবিক শক্তিরও পরীক্ষা করিয়েছিলেন। এই সবকিছুই নেহরু ও গান্ধীর (Nehru and Gandhi) মতাদর্শ বিরোধী।” আরও পড়ুন-মনমোহন সিংয়ের উচিত নিজের দোষত্রুটির পর্যালোচনা করা, তিনি কেন ১০ জনপথের আজ্ঞাবহ ছিলেন?’ প্রশ্ন তুললেন পীযূষ গয়াল
Ranjeet,grandson of Veer Savarkar:Owaisi should follow Savarkar's belief that keep religion in your house,when out you are not Hindu or Muslim but Indian.Savarkar expected all who enter Parliament to keep caste,religion,sex etc out. You wont find a more secular man than Savarkar https://t.co/dFir8hwDKs pic.twitter.com/FeGRpgxQZj
— ANI (@ANI) October 18, 2019
উল্লেখ্য, ভোট পাওয়ার জন্য মহারাষ্ট্র বিজেপি জনমনে প্রতিশ্রুতি দিয়েছে ভারত রত্নের জন্য সাভারকরের নাম মনোনয়ন করা হবে। সরকারের কাছে এনিয়ে দরবার করা হবে। এই খবরের পরেই কংগ্রেস ও এইআইএমএম-এর তরফে গেরুয়া শিবিরকে ভালমতো কটাক্ষ করা হয়। আসাদউদ্দিন ওয়েসি কটাক্ষের সুরে বলেছেন শুধু সাভারকর কেন ভারত রত্ন তো নাথুরাম গডসেরও (Nathuram Godse) প্রাপ্য। এই সম্মান তাঁকেও দেওয়া উচিত। কাপুর কমিশন (Kapoor Commission) মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) হত্যার তদন্ত করছে। সেই তদন্তের সূত্রেই জানা গিয়েছে গান্ধী হত্যার মূল ষড়যন্ত্রকারীর ভূমিকায় ছিলেন সাভারকর। একইভাবে কংগ্রেসও বিজেপির ভোট টানার এহেন কৌশন নিয়ে সরাসরি আক্রমণে গিয়েছে। হিন্দুত্ব মতাদর্শকে (Hindutva ideologue) মান্যতা দিতে সাভারকরকে ভারত রত্নের দাবিদার বলে গান্ধীর স্মৃতিকে অপমান করেছে গেরুয়া শিবির, তোপ দেগেছেন প্রবীণ কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া (Debabrata Saikia)।