Sanjay Raut Health Update: মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী শিবসেনার প্রতিনিধি, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ফের সরব সঞ্জয় রাউত
শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Photo Credit: ANI)

মুম্বই, ১৩ নভেম্বর: বুধবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। গত সোমবার বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সংবাদ সংস্থা এএনআই-এর প্রশ্নের উত্তরে রাউত বলেন, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী অবশ্যই শিবসেনার প্রতিনিধিই হবেন। মঙ্গলবার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ৫৭ বছরের রাউত। গত দুদিনে শিবসেনা নেতৃত্বের মধ্যে দলীয় প্রধান উদ্ধব ঠাকরে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্বহান, বালাসাহেব থোরাট, মনোহর যোশী, এছাড়ও এনসিপি প্রধান শরদ পাওয়ার সঞ্জয় রাউতের স্বাস্থ্যের খবর নিতে ও তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ছোটভাই সুনীল রাউত জানিয়েছিলেন, দাদা সঞ্জয় বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও বুকের ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগছেন। প্রায় ১৫ দিন ধরে একটানা এই সমস্যা চলতে থাকায় মুম্বই হাসপাতালে আগেই এই সংক্রান্ত বেশকিছু টেস্টও হয়েছে তাঁর। টেস্ট রিপোর্টে বেশকিছু গোলমাল ধরা পড়াতেই নিয়মিত চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এমনিতেই বিধানসবা নির্বাচনে মুখ্যমন্ত্রীত্বের দাবিতে সরব শিবসেনার মধ্যে বারবার এসেছে সঞ্জয় রাউতের নাম। তিনি কিছুতেই দাবি ছাড়তে রাজি নন, বিজেপি যে জোট ধর্ম পালন করছে না, তানিও ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকদিন আগে বিধায়ক কেনাবেচা প্রসঙ্গে বেজায় রেগেছেন সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘শিবসেনার দলীয় নেতারা এতটাও দুর্বল নয় যে তাঁদের ভুলিয়ে টাকা দিয়ে কেনা যাবে। এসব গুজব ছড়িয়ে লাভ নেই। বরং নিজেদের বিধায়কদের দিকে কড়া নজর রাখুক বিজেপি। নাহলে অচিরেই ভুগতে হবে।’ এদিকে বিজেপি যে বিধায়ক কেনার খেলায় নেমে পড়েছে, তা জানতে পেরেই মহারাষ্ট্রের কংগ্রেস নেতা শচিন সাবন্ত বলেছেন, গেরুয়া শিবির তো নীতিগতভাবে দুর্নীতিগ্রস্ত। আরও পড়ুন-Maharashtra Government Formation: শিবসেনার সরকার গঠনে সঙ্গ দেবে কে, মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ নিয়ে বৈঠকে বিজেপি-এনসিপি-কংগ্রেস

এদিকে বুধবারই এক সাংবাদিক সম্মেলনে এনসিপি প্রধান শরদ পাওয়া বলেছেন, আর দেরি না করে এই বেলা সরকার গড়ুক বিজেপি শিবসেনা। আর বরাবরের মতো বিরোধী আসনেই বসবে জাতীয়তাবাদি কংগ্রেস পার্টি। এদিন সংবাদ সংস্থা এএনআই-এর এক সাক্ষাৎকারে একথাই বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP Chief Sharad Pawar)। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “শিবসেনা-এনসিপি সরকার গঠনের প্রসঙ্গ উঠলে একটা কথা বলতেই হয় যে, ২৫ বছর ধরে জোটে রয়েছে বিজেপি-শিবসেনা। আজ অথবা কাল তারা ফের এক ছাতার তলায় চলে আসবে।” আমে দুধে মিলে যাওয়ার সেই প্রবাদটির পুনরুত্থান করলেন প্রবীণ রাজনীতিক।