Amit Shah (Photo Credits: ANI)

পূর্ণিয়া, ২৩ সেপ্টেম্বর:  "বিহারে এবার মোদির পদ্ম ফুটবে"। পূর্ণিয়ার জনভাবনা মহাসভাতে একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষনেতা অমিত শাহ (Amit Shah Slams Nitish Kumar)। বিহারে সাম্প্রতিক কালেই বিরোধীর আসনে বসেছে বিজেপি। একদা জোটসঙ্গী  নীতীশ কুমার বিশ্বাসঘাতকতার ক্ষত এখনও টাটকা। তাইতো জনসভাতে নীতীশকে কটাক্ষ করতে কোনওরকম সুযোগ ছাড়লেন না অমিত শাহ। আরও পড়ুন- Kolkata Shocker: বছর ১২-র মেয়েকে অপহরণ করে গণধর্ষণ, শিয়ালদায় চাঞ্চল্য

পড়ুন অমিত শাহর বক্তব্য

তিনি বলেন, " মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারবাসী দীর্ঘদিন ধরে আপনাকে সুযোগ দিয়ে এসেছে। তবে আর নয় এবার বিহারে লালু প্রসাদ যাদব বা নীতীশ কুমারের দল নয় মোদির পদ্ম ফুটবে। রাজনৈতিক জোট শরিক বদলে ফেলেছেন বলেই কী নীতীশবাবু প্রধানমন্ত্রী হয়ে যাবেন? রাজনীতিতে আসার পর থেকেই তিনি অনেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। লালুজি সাবধান, নীতীশবাবু হয়তো আগামী কাল আপনাকে পিছনে ফেলে কংগ্রেসের কোলে চড়ে বসবেন।"

অমিত শাহর বক্তব্য শুনুন

ক্ষোভ উগরে দেন অমিত শাহ। নীতীশ কুমারকে উদ্দেশ্য করে বলেন, " ২১৪ সালে আপনি মাত্র দুটি লোকসভা আসন পেয়েছিলেন। না ঘরকে রহে, না ঘাটকে। আসুক না ২০২৪ সালের লোকসভা ভোট, বিহারবাসী একযোগে লালু-নীতীশের ভাঁড়ার শূন্য করে দেবে। তারপরই আমরা ২০২৫ সালে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা বিহারে সরকার গড়তে আসছি।"