CM Mamata 12 km Roadshow Photo Credit: Facebook

দেড় মাস আগে এপ্রিলের ১৯ তারিখে শুরু হয়েছিল অষ্টদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা । একের পর এক দফা পেরিয়ে সপ্তম দফার ভোটগ্রহণ শনিবার। আজ সেই ভোটপ্রচারের শেষ দিন। একেবারে শেষ বেলায় যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু করে দক্ষিণ কলকাতার গোপালনগর অবধি ১২ কিমি রাস্তায় পদযাত্রা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে তাঁর সঙ্গে পা মেলাবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। মিছিল শেষের সভায় বক্তৃতাও করবেন মমতা।

মমতা বন্ধোপাধ্যায়ের দীর্ঘ পদযাত্রার লাইভ ভিডিও দেখুন এক ক্লিকে-