EVM-এ সবার শেষে থাকা নোটা আরও একেবার নিজের শক্তি প্রমাণ করল। মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে হারে নোটায় ভোট পড়ল তাতে মনে হচ্ছে, None of the Above বা NOTA ( -র ভোট জয় আর বেশি দূরে নয়। মহারাষ্ট্রে বেশ কয়েকটি আসনে নোটা এত ভোট পেল যে সেই আসনে অনেক বেশি প্রচার প্রার্থীও পরাস্ত হলেন। মহারাষ্ট্রে দুটো আসনে NOTA দ্বিতীয় স্থান পেল। লাতুর (গ্রামীন) কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে ধীরাজ দেশমুখ ( বলিউড তারকা রীতেশ দেশমুখের ভাই)। সেই কেন্দ্রে বিলাসরাও দেশমুখের ছেলে ধীরাজ জয়ী হয়। দ্বিতীয় হয় নোটা।
হ্যাঁ, ধীরাজ দেশমুখের নিকটতম প্রতিদ্বন্দ্বী কোনও মানুষ প্রার্থী নয়, বরং সবার শেষ থাকা NOTA। লাতুর গ্রামীণ কেন্দ্রে ধীরাজ দেশমুখ পেলেন ১ লক্ষ ৩৩ হাজার ভোট। সেখানে দ্বিতীয় স্থানে থাকা নোট পেল ২৭ হাজার ২৮৭টি ভোট। তৃতীয় স্থানে থাকা শিবসেনা প্রার্থী পেলেন ১৩ হাজার ৩৩৫টি ভোট। পালুস-কাদেগাঁও (Palus-Kadegaon) বিধানসভা কেন্দ্রেও ঠিক তাই হল। এখানেও জয়ী কংগ্রেস প্রার্থী কদম বিশ্বজিৎ পাতানগ্রাওয়ের (১ লক্ষ ৭১ হাজার ভোট) পিছনে দ্বিতীয় স্থানে থাকল নোটা (২০,৬৩১টি ভোট)। আরও পড়ুন-ধনতেরাসে আধুনিকাদের প্রথম পছন্দ হালকা ওজনের স্টাইলিশ দুল
এখানেও নোটার পিছনে তৃতীয় স্থানে থাকে শিবসেনা প্রার্থী (৮ হাজার ৯৭৬টি ভোট)। মহারাষ্ট্রে অন্তত ১৫-২০টি আসনে নোটা বেশ চোখে পড়ার মত ভাল ভোট পেল। মজার কথা, বিগ বস খ্যাত বলিউডের ছোট পর্দার তারকা এজাজ খান দক্ষিণ মুম্বইয়ের বাইকুলা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। বিতর্কিত এই তারকা ভোটে জেতার জন্য বেশ প্রচারও করেছিলেন। কিন্তু ভোটের ফল ঘোষণার পর দেখা যায় এজাজ খান নোটার থেকেও কম ভোট পেয়েছেন। বাইকুলা কেন্দ্রে এজাজের প্রাপ্ত ভোট ২,১৭৪টি, সেখানে নোটায় পড়েছে ২,৭৯১টি ভোট। এই কেন্দ্রে ২০ হাজার ভোটের ব্যবধানে জেতেন শিবসেনা প্রার্থী।
শুধু মহারাষ্ট্র নয়, হরিয়ানার ভোটেও নোটার দাপট। হরিয়ানায় কিছু কেন্দ্রে জয়-পরাজয়ে নির্ণায়ক ভূমিকা নিল নোটা। থানেসার বিধানসভা কেন্দ্রে বিজেপি-র সুভাষ সুধা ৮৪২ ভোটের ব্যবধানে হারান কংগ্রেসের অশোক কুমারকে। এই কেন্দ্রে ৯৫১টি ভোটে NOTA-তে পড়ে। সিরসা, রাতিয়া, পুনাহানা-র মত কেন্দ্রেও ঠিক এমন ঘটেছে।