Lok Sabha Elections 2019: গৌতম গম্ভীর থেকে বিজেন্দর সিং, কল্যাণ চৌবে থেকে কৃষ্ণা পুনিয়া, তারকা ক্রীড়াবিদরা পারবেন কি প্রথমবার সাংসদ হতে!
প্রথমবার সাংসদ হতে পারবেন কি এই ক্রীড়াবিদরা। (File Photo)

কাল, বৃহস্পতিবার লোকসভা নির্বাচন-এর ফল ঘোষণা। দেশের অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে প্রথমবার সাংসদ হওয়ার লক্ষ্যে নামা দেশের নামী ক্রীড়াবিদরাও লড়াইয়ে আছেন। নভজোত সিং সিধু থেকে চেতন শর্মা, মহম্মদ আজহারউদ্দিনের মত ক্রীড়াবিদরা দেশের সাংসদ হয়েছেন। দেশের ক্রীড়ামন্ত্রী রাজ্য়বর্ধন সিং রাঠোর তো আবার অলিম্পিক পদকজয়ী শ্য়ুটার। এবার দেশের সংসদে বাড়তে পারে তারকা ক্রীড়াবিদের সংখ্যা। আসুন দেখে নেওয়া যাকে। কোন কোন তারকা ক্রীড়াবিদ প্রথমবার দেশের সাংসদ হওয়ার লড়াইয়ে আছেন--

গৌতম গম্ভীর

টুইটারে বিজেপিপন্থী কথা বলে রাজনীতিতে প্রবেশ। এরপর নরেন্দ্র মোদী-অমিত শাহ-র ইচ্ছায় একেবারে নির্বাচনে প্রার্থী। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের তারকা সদস্য গৌতম গম্ভীর ক্রিকেট থেকে অবসর নিয়েই সাংসদ হওয়ার দৌড়ে। পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে গম্ভীর ভোটে লড়ছেন, তাঁর প্রধান প্রতিপক্ষ আপের আতিশি। বুথফেরত সমীক্ষা মানলে গম্ভীরের জয় নিশ্চিত। প্রথমবার ভোটের ময়দানে পা দিয়েই তাহলে ছক্কা হাঁকাবেন গম্ভীর।

বিজেন্দর সিং

অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিং বক্সিং রিং ছেড়ে ভোটের ময়দানে নেমেছেন কংগ্রেসের টিকিটে। দক্ষিণ দিল্লি কেন্দ্রে বিজেন্দরের প্রতিপক্ষ বিজেপি-র রমেশ বিধুরি এবং আম আদমি পার্টির রাঘব চাধা। বুথফেরত সমীক্ষার ফল মিললে বিজেন্দর রাজনীতির রিং প্রথম পাঞ্চেই ধরাশায়ী হচ্ছেন।

কল্য়াণ চৌবে

খেলোয়াড় জীবনে সব সময় ভরসার সঙ্গে গোল বাঁচিয়েছেন। তিন কঠার তলায় কল্য়াণ চৌবে ছিলেন ভরসার নাম। এবার কল্যাণ কৃষ্ণনগরে বিজেপির তাস। কল্য়াণ কী পারবেন কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হতে! কল্যাণের প্রধান প্রতিপক্ষ তৃণমূলের মহুয়া মিত্র। বুথফেরত সমীক্ষা মানলে প্রার্থী হিসেবে কল্যাণের প্রথম ভোটটা খুব একটা কল্যাণের হবে না।

কৃষ্ণা পুনিয়া

এক সময় দেশের সেরা ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া প্রথমবার সাংসদ হওয়ার লক্ষ্যে। কৃষ্ণাকে সংসদে পা রাখতে হলে হারাতে হবে দেশের ক্রীড়ামন্ত্রী তথা অলিম্পিক পদকজয়ী শ্য়ুটার রাজ্যবর্ধন সিং রাঠোরকে। এর আগে ২০০৮-২০১৩ পর্যন্ত রাজস্থানে কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন কৃষ্ণা।