ঝাজ্জার: সংসদের সিঁড়িতে বিক্ষোভ দেখানোর সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আচরণের নকল (Parliament mimicry row) করে বিরোধী সাংসদদের মজার খোরাক জুগিয়ে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) । যার ভিডিয়ো তুলতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বিষয়টি নিয়ে তুমুল শোরগোল চলছে। আরও পড়ুন: Parliment Security Breach : সংসদে নিরাপত্তা বিভ্রাটের ঘটনায় গ্রেফতার প্রাক্তন এসপি-র পুত্র
বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে খাপ পঞ্চায়েত (Khap Panchayat) বসল হরিয়ানার (Haryana) ঝাজ্জারে (Jhajjar)। এপ্রসঙ্গে খাপ পঞ্চায়েতের তরফে জানানো হয়, কল্যাণ ব্যানার্জী উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় (Vice President & Rajya Sabha Chairman Jagdeep Dhankhar) এবং দেশের কৃষকদের (farmers) নিয়ে ব্যঙ্গ করেছেন (mocked)। পুরনো এক দলের একজন নেতা তার ভিডিও শুট করছিলেন। যতক্ষণ না ওনারা দু'জনই দেশের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ পর্যন্ত খাপ পঞ্চায়েত চলবে। আরও পড়ুন: Fire: দিল্লির বারাখাম্বা রোডের গোপালদাস বিল্ডিংয়ে ভয়াবহ আগুন, দেখুন
দেখুন ভিডিয়ো:
#WATCH | Haryana | A Khap Panchayat meeting called in Jhajjar, over mimicry row.
The Khap says, "...Kalyan Banerjee mocked him (Vice President & Rajya Sabha Chairman Jagdeep Dhankhar) and the farmers of the country. A leader of an old party was shooting the video...Until both… pic.twitter.com/atTOA487NS
— ANI (@ANI) December 21, 2023