সংসদে নিরাপত্তা বিভ্রাট কান্ডে গ্রেফতার হওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফসারের ছেলে বলে জানা গিয়েছে। সাইকৃষ্ণা জাগলাই নামের ওই যুবককে বুধবার রাতে কর্ণাটকের বাগালকোট থেকে গ্রেফতার করা হয়।
জাগলাই যিনি একটি মাল্টিন্যাশন্যাল সংস্থায় কর্মরত তিনি সংসদে নিরাপত্তা বিঘ্নের অন্যতম মনোরঞ্জন ডি এর বন্ধু বলে জানা গিয়েছে। যার বাড়ি মাইসুরুতে। ঘটনায় অভিযুক্ত ৬ জনের হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ। তাদেরকে কাউন্টার ইন্টিলিজেন্স টিমের হাতে তুলে দেওয়া হয়েছে আরও জিজ্ঞাসাবাদের জন্য। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সংসদ ভবনে। যে কারণে উভয়কক্ষের ১৪৩ জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে।
তাদেরকে সংসদের লবি, গ্যালারি এবং অডিটোরিয়ামে ঢোকারে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরাও। তাদের দাবি নিরাপত্তা নিয়ে বিবৃতি চাওয়ার জন্য এই ধরনের অগনতান্ত্রিক কাজ করা হল। ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
STORY | Retired Deputy SP's son detained in Parliament security breach case
READ: https://t.co/fd85JptxPn pic.twitter.com/RWjS9ymUDo
— Press Trust of India (@PTI_News) December 21, 2023