কলকাতা, ১ মে: মোয়া গড়ের ভোট এবার বেশ ঝাল ঝাল। মানে কড়া টক্করের হতে চলেছে। গোসাবা (Gosaba), বাসন্তী (Basanti), কুলতলী (Kultali), জয়নগর (Jaynagar), ক্য়ানিং(পূর্ব) Canning (Purba), ক্যানিং (পশ্চিম) Canning Paschim), মগরাহাট (পূর্ব) (Magrahat Purba)- এই সাতটি বিধানসভা নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এই কেন্দ্রটি এক সময় আরএসপি-র গড় বলে মনে করা হত। আরএসপি-র সনত্ কুমার মণ্ডল (Sanat Mondol) এখান থেকে টানা আটবার সাংসদ হয়েছিল। ২০০৯ লোকসভায় এই কেন্দ্রে জয়ী হন এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডল। গত লোকসভা নির্বাচনে প্রথমবার এখানে ঘাসফুল ফোটে। জোড়া ফুলের প্রতীক নিয়ে জেতেন প্রতিমা মণ্ডল (Pratima Mondol)।
২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা
প্রতিমা মণ্ডল (তৃণমূল) (TMC)
সুভাষ নস্কর (আরএসপি) (RSP)
জয় কৃষ্ণ হালদার (এসইউসিআই) (SUCI)
অশোক কাণ্ডারী (বিজেপি) (BJP)
তপন মণ্ডল (কংগ্রেস) (Congress)
২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল
প্রতিমা মণ্ডল (তৃণমূল): ৪,৯৪,৭৪৬টি ভোট
সুভাষ নস্কর (আরএসপি): ৩,৮৬,৩৬২টি ভোট
তরুণ মণ্ডল (এসইউসিআই): ১,১৭,৪৫৪টি ভোট
কৃষ্ণপদ মজুমদার (বিজেপি): ১,১৩,২০৬টি ভোট
অর্নব রায় (কংগ্রেস): ৩৮,৪৯৩টি ভোট
ফলাফল- প্রতিমা মণ্ডল (তৃণমূল) জয়ী ১,০৮,৩৮৪ ভোটের ব্যবধানে।
কে এগিয়ে
প্রতিমা মণ্ডল (তৃণমূল) জেতার ব্যাপারে এগিয়ে। বিরোধী ফভোট ভাগাভাগি হলে সুবিধা তৃণমূলের।