মুম্বই, ২৭ ফেব্রুয়ারি: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকর ও বিআর সাভারকরকে হিংস করতেন। বুধবার এহেন মন্তব্য করে নয়া বিতর্কে জড়ালেন বিজেপি নেতা সুব্রহ্মনিয়ান স্বামী (Subramanian Swamy)। তিনি বলেন, “নেহরুর এক অদ্ভুত রোগ ছিল। তিনি অন্যদের হিংসা করতেন। তিনি ডক্টর বি আর আম্বেদকরকে হিংসা করতেন। কেননা আম্বেদকর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছিলেন। আম্বেদকর লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পডেছেন। আইনও পাশ করেন তিনি। ভারতে ফেরার তিনি প্রস্তাবনা কমিটির সদস্য হন। সংবিধানের খসড়া প্রস্তুতির দায়িত্ব ছিল আম্বেদকরের কাঁধে। একই সময়ে কেমব্রিজে পড়তে গিয়েছিলেন জওহরলাল নেহরু। সেখানে তিনি অকৃতকার্য হন।” আরও পড়ুন-Delhi Violence: রাজধানীর হিংসায় মৃতের সংখ্যা ছুঁল ২৮, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ল দিল্লির উত্তর পূর্বাংশ
হিন্দু মতাদর্শের অধিকারী বিনায়ক সাভারকরের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়েই সুব্রহ্মনিয়ান স্বামী এসব কথা বলেন। বিজেপি সাংসদের দাবি, শুধু আম্বেদকরকেই নয়, সাভারকরকেও হিংসে করতেন। তিনি ফের বলেন, “সাভারকর স্কলার ছিলেন, কিন্ত নেহরু তার ধারেকাছেও যেতে পারেননি। নিজেকে স্কলার হিসেবে প্রতিষ্ঠিত করতে জওহরলাল নেহরু নামের সামনে পণ্ডিত জুড়েছিলেন।”