Akhilesh Yadav (Photo Credits: IANS)

লখনউ, ৯ অগাস্ট:  বিহারের ক্রমবর্ধমান রাজনৈতিক সঙ্কটের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। সুযোগ বুঝে সংসদের বাদল অধিবেশনও স্থগিত হয়ে গেছে। এদিকে নীতীশের পদত্যাগের খবরে সমাজবাদী পার্টির নেতা  অখিলেশ যাদব  (Akhilesh Yadav) বললেন, “এটা একটা ভাল শুরু হল। এদিন 'ইংরেজ ভারত ছাড়ো' স্লোগান দেওয়া হয়েছিল এবং আজি বিহার থেকে উঠিক 'বিজেপি ভাগাও' স্লোগান। আমি মনে করি খুব শিগগির বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দল এবং মানুষ বিজেপির বিরুদ্ধে দাঁড়াবে।” আরও পড়ুন-Bihar Political Crisis: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজভবনে নীতীশ কুমার

উল্লেখ্য, রাজভবনে রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। জেডি (ইউ) ভাঙানোর অপচেষ্টা করছে বিজেপি। এই অভিযোগে ক্ষুব্ধ জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার বিজেপি-র সঙ্গ ছেড়ে গদি ছাড়লেন। ২০২০ বিধানসভায় জেডিইউ মাত্র ৪৩টি আসন পেলেও বিজেপি-র ৭৪জন বিধায়কের সমর্থনে এনডিএ-র মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ। এ বার হয়তো মহাগঠবন্ধন মানে আরডেজি-কংগ্রেস-বামদলগুলির জোটের মুখ্যমন্ত্রীব হতে পারেন নীতীশ।

পড়ুন টুইট

ইতিমধ্যেই রাবড়িদেবীর বাসভবনে পৌঁছেছেন নীতিশ কুমার। বিহার থেকেই ২০২৪-র লোকসভা নির্বাচনের জমি তৈরি হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।