বেঙ্গালুরু: সদ্য কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী (CM) পদে শপথ নেওয়া কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে (Siddaramaiah) টিপু সুলতানের (Tipu Sultan) মতো হারানোর (beat) আহ্বান জানিয়ে ছিলেন প্রকাশ্যে। এর জেরে এফআইআর (FIR) দায়ের হয়েছে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সি এন অশ্বথ নারায়ণের (Former Karnataka Minister and BJP MLA CN Ashwath Narayan) নামে। কর্নাটকের কংগ্রেস (Congress) নেতারা ওই বিজেপিকে (BJP) বিধায়কের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে। বিজেপিকেও সেভাবে নিজের দলের প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের পাশে দাঁড়াতে দেখা যায় যায়নি। পরিস্থিতির চাপে পড়ে তাই এবার গলার সুর বদল করতে দেখা গেল বিজেপি বিধায়ক সি এন অশ্বথ নারায়ণকে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি বিজেপি বিধায়ক সি এন অশ্বথ নারায়ণ বলেন, "আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে সিদ্দারামাইয়াকে আঘাত করার কোনও রকম ইচ্ছাই ছিল না আমার। যদি আমার মন্তব্যের জন্য তাঁর অনুভূতি ও মনে কোনও আঘাত লাগে তাহলে আমি ক্ষমা স্বীকার করছি। বিরোধী রাজনৈতিক দল আমার বিবৃতি গ্রহণ করেছে। আর এখন তাঁরা তিন মাস আগের চাপা পড়ে যাওয়া বিষয় নিয়ে জলঘোলা করা চেষ্টা করছে। তবে আমি এর বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার পাশাপাশি আইনি ভাবেও লড়াই করব।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Former Karnataka Minister and BJP MLA CN Ashwath Narayan speaks on FIR registered against him for his alleged statement in which he said beat Siddaramaiah like Tipu Sultan.
"I had made it very clear that my statement had no intention of hurting Siddaramaiah, his… https://t.co/vn8KQUx8L0 pic.twitter.com/TiS25Kxa0Q
— ANI (@ANI) May 25, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, সিদ্দারামাইয়াকে নিয়ে মন্তব্যের জেরে মাইসুরুর (Mysuru) দেবারাজা পুলিশ স্টেশনে (Devaraja Police Station) একটি এফআইআর দায়ের হয়েছে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক সি এন অশ্বথ নারায়ণের নামে। আরও পড়ুন: Chashma Chor Monkey: চশমা নেওয়ার জন্য ওৎ পেতে রয়েছে বাঁদর, সাবধান না হলেই ঘটবে বিপদ (দেখুন ভাইরাল ভিডিও)
FIR registered against former Karnataka Minister and BJP MLA CN Ashwath Narayan at Devaraja Police Station in Mysuru for his alleged statement in which he said beat Siddaramaiah like Tipu Sultan. Karnataka Congress leaders are also demanding the arrest of Ashwath Narayan.
(File… pic.twitter.com/56OYICjHRd
— ANI (@ANI) May 25, 2023