নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ‘সন্ত্রাসবাদী’ বলেছেন। ফের বেফাঁস মন্তব্য করে দ্বিতীয় বারের জন্য নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল পশ্চিম দিল্লির বিজেপি প্রবেশ ভার্মার বিরুদ্ধে। স্বাভাবিক বাবেই ফের প্রচারে নিষেধাজ্ঞা জারি হল। নির্বাচন কমিশনের নির্দেশ, আগামী ২৪ ঘণ্টা কোনও প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। গত সপ্তাহেই দলীয় কর্মী সমর্থকদের সামনে এক বৈঠকে বক্তব্য রাখার সময়ই প্রবেশ ভার্মা (Parvesh Verma) বলেন, যেহেতু শাহিন বাগের সিএএ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে একবারও মুখ খোলেননি তাই অরবিন্দ কেজরিওয়াল একজন ‘সন্ত্রাসবাদী’। তিনি এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তৎক্ষণাৎ জবাব দেয় আম আদমি পার্টি। প্রবেশ ভার্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করা হয়।
আপ পার্টির সদস্যদের অভিযোগের ভিত্তিতে তৎপর কমিশন পদক্ষেপ নিতে এবার আর দেরি করেনি। এদিনই জানিয়ে দেওয়া হয় প্রবেশ ভার্মাকে ফের একদিনের জন্য নিষিদ্ধ করা হল। তবে ওই বিজেপি নেতা ফের কেজরিওয়ালকে ‘সন্ত্রাসবাদী’ বলেছেন। ‘দিল্লিতে ক্ষমতায় এসে এক ঘণ্টার মধ্যে শাহিন বাগ খালি করে দেব।’ কিছুদিন আগে প্রচারসভায় এই মন্তব্য করে কংগ্রেসের বিরোধিতার মুখে পড়েন তিনি। কমিশন সেই সময়ও তাঁরে ৭২ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞায় বেঁধে ফেলে। ফের বেফাঁস মন্তব্য করে নির্বাচনী বিধি ভঙ্গ করলেন প্রবেশ ভার্মা। এদিন সংবাদ সংশ্থা এএনআই-কে তিনি বলেন, দিল্লি যদি আপ সরকারে এবারের নির্বাচনে ছুঁড়ে না ফেলে তবে এখানকার বাসিন্দাদের অবস্থা ওই কাশ্মীরি পণ্ডিতদের মতো হবে। ফের নিষেধাজ্ঞা জারি হয়েছে শুনতে পেয়েই গর্জে ওঠেন বিজেপি সাংসদ। আরও পড়ুন-PM Narendra Modi: অ্যাসল্ট রাইফেল বাগিয়ে ফায়ারিং রেঞ্জে নরেন্দ্র মোদি, ভাইরাল ভিডিও
তিনি বলেন, “আমি কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলেছি কেননা তিনি দিল্লির বাসিন্দাদের বন্দুক দিচ্ছেন। গুলি চালানোর জন্য আপ সমর্থকদের টাকা দিচ্ছেন তিনি। এটা খুব লজ্জাজনক। একেবারে নিম্নস্তরের রাজনীতি হচ্ছে। আমি মানুষের কাছে আর্জি জানাচ্ছি যাতে উন্নয়নের পক্ষে ভোটটা পড়ে। কিন্তু আপ দিল্লিতে রায়ট বাধানোর তালে আছে। তারা সমস্ত মুসিলম ভোট পেতেই এসব করছে।”