হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগেই কুস্তির আখড়া ছেড়ে রাজনীতির চৌকাঠে পা দিলেন ভিনেশ। এই ময়দানে তাঁর সঙ্গে সঙ্গত করলেন আরেক কুস্তিগীর বজরং পুনিয়াও। দিল্লিতে প্রদেশ কংগ্রেসের সদর দফতরে পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, দলের নেতা পবন খেরা, হরিয়ানা কংগ্রেস প্রধান উদয় ভান এবং হরিয়ানার এআইসিসি ইনচার্জ দীপক বাবরিয়া-র উপস্থিতিতে তাঁদের গলায় কংগ্রেসের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
কংগ্রেসে যোগদানের মুহুর্ত-
#WATCH | Delhi: Vinesh Phogat and Bajrang Punia join the Congress party
Party's general secretary KC Venugopal, party leader Pawan Khera, Haryana Congress chief Udai Bhan and present at the joining. pic.twitter.com/BrqEFtJCKn
— ANI (@ANI) September 6, 2024
সূত্রের খবর হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁরা দুজনই কংগ্রেসের হয়ে প্রার্থী হবেন।৫ অক্টোবর ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ হবে। সেখানে ভিনেশ ও বজরং যে কংগ্রেসের ট্রাম্প কার্ড হতে চলেছে তা মনে করছে অনেকে। তবে সেখানে আপের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।জানা গিয়েছে, হরিয়ানা বিধানসভায় নির্বাচনে আপ চাইছেন ১০টি আসনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়তে। তবে কংগ্রেস সাতটি আসনের বেশি দিতে চাইছে না বলেই খবর।