শনিবার দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে কোর্টে পেশ করা হবে। তার আগে দিল্লির সিবিআই হেডকোয়াটারের বাইরে নিরাপত্তার কারনে মজুত করা হয়েছে সিআরপিএফ বাহিনী। সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। যার জেরে এই ঘটনার তদন্তের ভার সিবিআইকে দিয়ে দেন দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর ভিকে সেক্সেনা।সিবিআই তদন্তে নেমে দুর্নীতি কান্ডের অভিযোগে তাঁকে গ্রেফতার করে।
আজ দিল্লির স্থানীয় কোর্টে তাঁকে পেশ করা হবে। তবে তার আগেই জামিনের আবেদন জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে মণীশ সিসোদিয়া। যদিও কোর্টের তরফে তাঁকে হাইকোর্টে আপিল করতে বলা হয়েছে। তার পরেই সেখান থেকে নিজের আবেদন প্রত্যাহার করে নেন মণীশ। সিবিআইয়ের রিমান্ডের আবেদন শেষ হওয়ার আগেই শুক্রবার দিল্লির রাউস কোর্টে নিজের জামিনের আবেদন জানান তিনি। শনিবার তার আবেদনের শুনানির ডাক পড়ে। তাছাড়া শনিবারই সিবিআইএর রিমান্ড শেষ দিন।
মণীশ প্রথম নয়, এর আগে আপ নেতা সতেন্দ্র জৈনকেও জেলে পাঠানো হয়েছিল। যার বিরুদ্ধে অভিযোগ ছিল আর্থিক দুর্নীতির। দুজনেই আপ প্রধান কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।
Delhi Police, Rapid Action Force, CRPF deployed outside CBI headquarters as the agency is expected to produce arrested former Delhi deputy CM Manish Sisodia before a local court at the end of his 5-day remand in the liquor policy case pic.twitter.com/wb849Kd7RB
— ANI (@ANI) March 4, 2023