নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর: অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দিল বিজেপি নেতৃত্ব। দিল্লির মুখ্যমন্ত্রীরবাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন স্থানীয় বিজেপি নেতারা। অভিযোগ, তাঁরাই ভেঙে দিয়েছেন কেজরিওয়ালের বাড়ির সিসিটিভি ক্যামেরা। রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এই খবর জানানো হয়েছে। দিল্লি পুরনিগমের মেয়র ও পুরসভার নেতারা বেশ কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছেন। পুরনিগম ১৩হাজার কোটি টাকার দাবি জানিয়েছে দিল্লির সরকারের কাছে। সেই দাবি আদায়েই চলছে এই অবস্থান বিক্ষোভ। বিজেপি নেতারা গত রবিবার রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। আরও পড়ুন-Pfizer-BioNTech COVID-19 Vaccine: করোনার গ্রাসে হোয়াইট হাউস, সর্ব প্রথমেই ফাইজারের প্রতিষেধক পাবেন ডোনাল্ড ট্রাম্প
গত বৃহস্পতিবার বিজেপির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হামলায় চালায় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। এই হামলার অভিযোগ নিয়ে থানায় এফআইআর দায়ের করেন মণীশ সিসোদিয়ার সেক্রেটারি সি অরবিন্দ। এরপরই তদন্তে নেমে গত ১০ তারিখে ৬ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গোটা ঘটনায় বিরোধী বিজেপির দিকেই উঠেছে অভিযোগের আঙুল। প্রথমে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হামলা। এবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার ঘটনায় কাঠগড়ায় সেই বিজেপিই।