Pfizer-BioNTech COVID-19 Vaccine: করোনার গ্রাসে হোয়াইট হাউস, সর্ব প্রথমেই ফাইজারের প্রতিষেধক পাবেন ডোনাল্ড ট্রাম্প
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর: সম্প্রতি করোনার প্রতিষেধক হিসেবে সমস্ত রকম সুরক্ষা বলয় উত্তীর্ণ করেছে ফাইজার। এবার সর্ব প্রথমে সেই প্রতিষেধক অফার করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump), ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মার্কিন শীর্ষ কর্তাদের। সোমবার থেকেই শুরু হবে এই টিকাকরণের প্রক্রিয়া। এএফপি রিপোর্ট অনুসারে ফাইজারের নতুন অনুমোদন প্রাপ্ত টিকা অন্তত সেই সব ব্যক্তিরাও সহজে পেয়ে যাবেন, যাঁরা মার্কিন শীর্ষনেতৃত্বের সঙ্গে সরাসরি কাজ করছেন। মূলত হোয়াইট হাউসে আরও করোনার সংক্রমণ রুখে দেওয়াটাই এই প্রতিষেধক বন্টনের মূল লক্ষ্য। ইতিমধ্যেই করোনার থাবায় পড়েছে মার্কিন মুলুকের সাদাবাড়ি। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই রয়েছেন এই তালিকায়। কয়েকজনের অবস্থা বেশ সংকটজনক। আরও পড়ুন-Mamata Banerjee to JP Nadda: বিরোধিতা সত্ত্বেও জেপি নাড্ডার আরোগ্য কামনা করলেন মমতা ব্যানার্জি

ফাইজারের প্রতিষেধকের দুটি ডোজ রয়েছে। মূলত তিন সপ্তাহের মধ্যে এই দুটি ডোজ নিতে হবে। তাতে দেখা যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিরা যে মুহূর্তে হোয়াইট হাউস ছেড়ে যাবেন তার কিছুদিন আগেই তাঁদের ফাইজারের প্রতিষেধকের দ্বিতীয় ডোজটি নিতে হবে। হোয়াইট হাউসে করোনার প্রকোপের নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীরা। সংক্রমণের মধ্যেই সবাই মিলে কোভিড-১৯ গাইড লাইন ভেঙেছেন। মাস্ক ছাড়াই যত্রতত্র ঘুরে বেরিয়েছেন। সামাজিক দূরত্ব বিধি মানেননি। এমনকী এই ডিসেম্বরেই বড়সড় হলিডে পার্টি হল। সেখানে যোগদানকারী সদস্যদের কারোর মুখেই ছিল না মাস্ক।