হোশিয়ারপুর: উন্নয়নমূলক কাজের (Development works) জন্য পাঞ্জাব সরকারের (Punjab government) ভূয়সী প্রশংসা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM and AAP leader Arvind Kejriwal)। শনিবার পাঞ্জাবের হোশিয়ারপুরে (Hoshiarpur) জনসভা করতে গিয়ে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের প্রশংসাও করেন তিনি।
বক্তব্য রাখতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "গোটা পাঞ্জাবে ৬৫০টি মহল্লা ক্লিনিক (Mohalla clinics) তৈরি করা হয়েছে। ২৬ জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত জেলা হাসপাতালে এক্স-রে মেশিন (X-ray machines) থাকবে। এখন পাঞ্জাবের প্রতিটি কোণায় কোণায় ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ (electricity supply) রয়েছে। এবার ঘরে ঘরে রেশন (ration) সরবরাহ করা হবে। যদি আম আদমি পার্টির সরকার দেড় বছরে এত কাজ করতে পারে, তাহলে আগের সরকারগুলো কেন করেনি?"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Hoshiarpur, Punjab: Delhi CM and AAP leader Arvind Kejriwal says, "...650 Mohalla clinics have been made in the whole of Punjab. Till January 26, X-ray machines will be in all the district hospitals... Now there is a 24-hour electricity supply in every corner of… pic.twitter.com/Ho3W3vQUh2
— ANI (@ANI) November 18, 2023
রাজ্যের শিক্ষা প্রসঙ্গে তিনি আরও বলেন, "শিক্ষার (education) ক্ষেত্রে পাঞ্জাবে অনেক কাজ করা হয়েছে। পড়ুয়াদের উৎকর্ষ বৃদ্ধির (school of excellence) জন্য একটি স্কুল তৈরি করা হচ্ছে। অমৃতসরে (Amritsar) একটি সরকারি স্কুল তৈরি করা হয়েছে। হোশিয়ারপুরেও একই রকম একটি স্কুল তৈরি করা হচ্ছে। এখন গরিব, কৃষক ও শ্রমিকদের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়বে। আপই একমাত্র দল যারা বলে, আমাদের ভোট দিন। আমরা আপনার সন্তানদের ভালো শিক্ষা দেব।" আরও পড়ুন: Himanta Biswa Sarma Attack Congress: 'মহিলাদের সবথেকে বেশি শোষণ হয়েছে রাজস্থানে', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন হিমন্ত বিশ্ব শর্মা
দেখুন ভিডিয়ো:
#WATCH | Hoshiarpur, Punjab: Delhi CM and AAP leader Arvind Kejriwal says, "...In the field of education, a lot of work has been done in Punjab... A school of excellence is being made... A government school has been established in Amritsar... A similar school is being built in… pic.twitter.com/u7XyAuFRDM
— ANI (@ANI) November 18, 2023