Photo Credits: ANI

প্রতাপগড়: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজস্থানের রাজনীতি (Rajasthan Assembly Elections 2023)। রাজ্যের ক্ষমতা দখলের জন্য মরিয়া কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) নেতা-নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ করছেন। শনিবার যেমন কংগ্রেসশাসিত রাজস্থানে সবথেকে বেশি মহিলাদের শোষণ করা হয় বলে অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (BJP leader Himanta Biswa Sarma)।

প্রতাপগড়ে (Pratapgarh) বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করতে গিয়ে তিনি বলেন, "রাজস্থানে কংগ্রেস সরকার (Congress government) আছে। আর এই রাজস্থানেই সবচেয়ে বেশি নারীদের (women) শোষণ (exploitation) করা হয়। প্রতিদিনই কোনও না কোনও ঘটনা ঘটে। আমাদের বিজেপি শাসিত রাজ্যে (BJP-ruled state) আইন-শৃঙ্খলা (law and order) আছে। যদি নারীদের শোষণ হয় বা আপনি যদি বলেন সংবিধান পরিবর্তন করবেন। তাহলে এটা তুষ্টির রাজনীতি (politics of appeasement)।"

দেখুন ভিডিয়ো:

কংগ্রেস রাজস্থানকে লুটেছে অভিযোগ জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাজস্থানকে বৈজ্ঞানিক উপায়ে (scientific way) লুট করা (looted) হয়েছে। যদি আমরা অর্থনীতি (economy) এবং ভূগোলে (geography) রাজস্থান এবং অসমের তুলনা করি। তাহলে দেখতে পাব অসমে বিজেপি সরকার আছে। সেখানে আমরা জনগণকে প্রতি লিটার পেট্রল দিই ৯৭-৯৮ টাকায়। হরিয়ানা এবং উত্তরপ্রদেশে বিক্রি হয় ৯৪-৯৫ টাকায়। আর সেই একই পেট্রল রাজস্থানে বিক্রি হয় ১০৮-১১০ টাকায়। এই পরিস্থিতি সৃষ্টি করার পরেও প্রিয়াঙ্কা গান্ধী এখানে এসে বলেছেন যে তারা গরিবদের সঙ্গে আছেন।" আরও পড়ুন: Jammu And Kashmir : আর্থিক দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মন্ত্রীর

দেখুন ভিডিয়ো: