লখনউ, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day 2022) উপলক্ষে লখনউতে মহিলাদের সার্বিক মিছিলের আয়োজন করেছে কংগ্রেস। এই মিথিলের নেতৃত্ব দেবেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। মঙ্গলবার ঘোষণাটাই করেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু। এই মিছিলে দলীয় মহিলা কর্মীরা শুধু নন, য়েকোনও নারীই অংশ নিতে পারেন বলে খবর।
প্রিয়ঙ্কা গান্ধীর বক্তব্য পড়ুন
Today's march at Lucknow (under party's 'Ladki Hoon, Lad Sakti Hoon' campaign in Uttar Pradesh) is to celebrate our 159 women candidates. I think it is a big thing that all of them fought, and on #InternationalWomensDay we should celebrate them: Priyanka Gandhi Vadra, Congress pic.twitter.com/BhAPl1bUjN
— ANI (@ANI) March 8, 2022
We fought as hard as we could. We will wait and see the results: Congress leader Priyanka Gandhi Vadra on exit polls for Uttar Pradesh, at Lucknow pic.twitter.com/T0hgTATAYh
— ANI (@ANI) March 8, 2022
তিনি আরও বলেন, “ উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে সবমিলিয়ে প্রায় ১ লাখ মহিলা এই মিছিলে অংশ নেবেন। ১০৯০ ক্রসিং থেকে মিছিল শুরু হয়ে বোটানিক্যাল গার্ডেন লাগোয়া উদা দেবীর মূর্তির কাছে মিছিল শেষ হবে। কংগ্রেসের মহিলা কর্মীরা ছাড়াও মিছিলে অংশ নেবেন বিভিন্ন ক্ষেত্রের মহিলারা। তালিকায় সমাজকর্মী, শিক্ষিকা, অভিনেত্রীর মতো আইনজীবীরাও আছেন।”
কংগ্রেসের মুখপত্র বলেছেন দলের নারী চেতনার স্লোগান, “লড়কি হু, লড় সাকতি হু” প্রচার শুধু উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হয়নি। আগামীতেও নারীর উন্নয়নের স্বার্থে এই প্রচার বাড়ানো হল।