Photo Credits: ANI

সুকমা: ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমায় (Sukma) জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Congress National President Mallikarjun Kharge)। প্রধানমন্ত্রী গরিব মানুষদের কোনও ক্ষমতা দিতে চান না বলেও দাবি তাঁর।

এপ্রসঙ্গে মল্লিকার্জ্জুন খাড়গে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান না গরিবরা (poor) কোনও ক্ষমতা (power) পান। তিনি বলেন যে তিনি একজন গরিব মানুষ এবং তাই তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে কিছু মানুষ মেনে নিতে পারছে না। এই ধরনের বক্তব্য তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) কি কখনও বলেছিলেন যে তিনি অনগ্রসর শ্রেণির? তিনি কি বলেছিলেন যে বিজেপি তাঁকে সহ্য করতে পারছে না? ভূপেশ বাঘেল কখনোই এমন কোনও বক্তব্য রাখেননি।" আরও পড়ুন: Congress Slammed BJP : উৎসবের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ কংগ্রেসের

দেখুন ভিডিয়ো: