Photo Credits: ANI

শাহদৌল: 'ক্ষমতায় এলে জাতিগত জনগণনা (caste census) করবই।' মঙ্গলবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদৌলে (Shahdol) জনসভা (public rally) করতে গিয়ে ফের জাতিগত জনগণনার (caste census) পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। পাশাপাশি বর্তমানে আদিবাসী (Adivasis) ও অনুন্নত শ্রেণির (OBC) মানুষদের কোনও অধিকার নেই বলে অভিযোগ করেন তিনি।

এপ্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, "আজকে আদিবাসীদের কী কী অধিকার দেওয়া হয়েছে? উপজাতি সম্প্রদায়ের (ST) মানুষদের ও অনুন্নত শ্রেণির (OBC) মানুষদের কী কী প্রাপ্য দেওয়া হয়েছে? এই প্রশ্নটাই আজ গোটা দেশের সামনে উঠে আসছে। আর সেই কারণে আমরাও জাতিগত জনগণনার কথা বলছি। আমরা এটা করবই।"

দেখুন ভিডিয়ো:

মধ্যপ্রদেশের শাসকদল বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ আরও বলেন, "বিজেপির পরীক্ষাগারে (laboratory) মৃতদের চিকিৎসা (treated) করা হয় আর তাঁদের টাকা (money) চুরি (stolen) করে নেওয়া হয়। এটা ভারতের (India) আর কোথাও হয় না শুধুমাত্র মধ্যপ্রদেশে হয়।" আরও পড়ুন: Kerala : ইজরায়েলে আটকে পড়া সাত হাজার কেরালাবাসীকে ফিরিয়ে আনার আবেদন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের

দেখুন ভিডিয়ো: