পুদুচেরি, ২২ ফেব্রুয়ারি: সোমবার বিধানসভায় আস্থাভোটে হারলেন ভি নারায়ণস্বামী (V Narayanasamy)। এই ফলাফলের সঙ্গে সঙ্গেই পুদুচেরিতে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পতন ঘটল। রাজভবনে গিয়ে ইতিমধ্যেই উপরাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নারায়ণস্বামী। এদিন আগেভাগেই ভি নারায়ণস্বামী বলেন, “আমরা ডিএমকে ও নির্দল বিধায়কদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিলাম। তারপর অনেকবার ভোট হয়েছে। আমরা সব উপ-নির্বাচনে জয় পেয়েছি। এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমাদের উপর পুদুচেরির মানুষের আস্থা আছে।” রবিবার পদত্যাগ করেন কংগ্রেস বিধায়ক কে লক্ষ্মীনারায়ণ ও ডিএমকে বিধায়ককে বেঙ্কটেশন। ফলে জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারালে বিরোধীরা আস্থাভোটের দাবি জানায়। সেই আস্থাভোটে হারল সরকারপক্ষ। আরও পড়ুন-Rujira Banerjee Reply’s CBI: সোমবার বেলা ১১টা থেকে ৩টের মধ্যে বাড়িতে এসে কথা বলতে পারেন, সিবিআইকে জবাব রুজিরার
কিরণ বেদীকে অপসরাণের পর থেকেই পুদুচেরিতে কংগ্রেসের সরকারের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এদিন আস্থাভোটের আগে বিধানসভায় যখন বিতর্ক চলছে তখন মুখ্যমনত্রী ভি নারায়ণস্বামী বলেন, “প্রাক্তন উপরাজ্যপাল কিরণ বেদী ও কেন্দ্রীয় সরকার বিরোধীদের সঙ্গে মিলে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে। আমাদের বিধায়করা ঐক্যবদ্ধ থাকায় গত পাঁচ বছর ধরে সরকার চালাতে পেরেছি। আমরা যে টাকা চেয়েছিলাম, সেটা না দিয়ে পুদুচেরির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্রীয় সরকার। তামিলনাড়ু ও পুদুচেরিতে আমরা দু’টি ভাষা ব্যবহার করি। কিন্তু বিজেপি জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।”