দাতিয়া: বুধবার মধ্যপ্রদেশের দাতিয়ায় (Datia) নির্বাচনী জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Congress General Secretary Priyanka Gandhi Vadra)। নিজের বাবা ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তুলনা করার সঙ্গে সঙ্গে কটাক্ষ করে মোদিকে নিয়ে সিনেমা (movie) বানানোর পরামর্শও দেন।
এপ্রসঙ্গে বলেন, "নরেন্দ্র মোদিই (PM Narendra Modi) দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি নিজের কষ্টে (pain) সবসময় বিচলিত থাকেন। তিনি কর্নাটকে (Karnataka) গিয়েছিলেন একটি দীর্ঘ তালিকা নিয়ে যেখানে তিনি যে খারাপ ব্যবহারের সম্মুখীন হয়েছেন তার উল্লেখ করেছেন। তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি কাঁদছেন। সলমান খানের (Salman Khan) 'তেরে নাম' (Tere Naam) ছবিটি দেখেছেন? সেই সিনেমায় সলমান খান শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদছিলেন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর একটি সিনেমা বানানোর পরামর্শ দেব এবং নাম রাখব 'মেরে নাম' (Mere Naam)।" আরও পড়ুন: Doda Bus Accident: ডোডায় বাস দুর্ঘটনায় মৃত ৩৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর, ড্রোনের সাহায্যে তোলা দুর্ঘটনাস্থলের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Datia, MP: Congress General Secretary Priyanka Gandhi Vadra addresses public rally; says, "He's first such PM of the country who remains upset in his own pain permanently. He went to Karnataka with a long list mentioning abuses he faced...It seems like he keeps crying.… pic.twitter.com/HF7NlGj2aB
— ANI (@ANI) November 15, 2023