ডোডা: বুধবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) ডোডা (Doda) জেলার আসার অঞ্চলে (Assar region) খাদে বাস পড়ে যাওয়ার ফলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন। খবর পাওয়ার পরেই শোকপ্রকাশ করার সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। জখমদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Jammu & Kashmir: Drone visuals from Assar region of Doda where 36 people died and 19 others were injured in a bus accident. pic.twitter.com/DRijIP8KuU
— ANI (@ANI) November 15, 2023
জম্মু ও কাশ্মীর পুলিশের (J&K Police) পক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টা ৫০ মিনিটে ২৪৪ নম্বর জাতীয় সড়কের (NHW-244) ত্রংগাল আসর (Trungal Assar) এলাকায় একটি বাস খাদে পড়ে যায়। এর ফলে ৩৬ জন মারা গেছেন এবং ১৯ জন জখম হন। বাসটি কিশ্টোওয়ার থেকে জম্মু যাচ্ছিল। উদ্ধার অভিযান চলছে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি-সহ কর্মীরা কাজ করছেন।
Doda bus accident | At around 11:50 am, a bus met with an accident at Trungal Assar on NHW-244 in a result of which 36 persons died and 19 others were injured. This bus was on its way from Kishtwar to Jammu. A rescue operation is going on and men and machinery have been pressed…
— ANI (@ANI) November 15, 2023
মর্মান্তিক এই দুর্ঘটনার (Doda Bus Accident) প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক ঘটনা। বাসটি জম্মু যাচ্ছিল। আচমকা প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই প্রশাসন ও ওখানকার ডেপুটি কালেক্টরের সঙ্গে যোগাযোগ করি। ৩৬ জন দুর্ঘটনাস্থলেই মারা যান, ১৯ জনকে জখম অবস্থায় পাওয়া গেছে। যার মধ্যে ৬ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে ডোডার সরকারি মেডিকেল কলেজ এবং জম্মুর সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। হেলিকপ্টার পরিষেবারও ব্যবস্থা করা রয়েছে। সমস্ত সাহায্য দেওয়া হচ্ছে। এই শোকের সময় আমরা সবাই মৃতদের পরিবারের পাশে রয়েছি।" আরও পড়ুন: India’s Overall Exports: অক্টোবরে প্রায় ১০ শতাংশ বেড়েছে ভারতের সামগ্রিক রপ্তানি
দেখুন ভিডিয়ো:
#WATCH | On Doda bus accident, Union Minister Jitendra Singh says, " Absolutely shocking...the bus was on the way to Jammu...the bus fell down into a nearly 300 feet deep gorge...immediately all of us got in touch with the administration, deputy collector over there...36 people… pic.twitter.com/vqoyvzQ8LP
— ANI (@ANI) November 15, 2023