মুম্বই, ২৯ নভেম্বর: মহারাষ্ট্রের ১৯-তম মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddahav Thackeray) মহাজোটের নেতা হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting) করলেন। ছত্রপতি শিবাজি মহারাজের রাজধানী রায়গড় দুর্গ সংরক্ষণের জন্য ২০ কোটি টাকা দেবে মহারাষ্ট্র সরকার। সেই টাকা বরাদ্দও হয়ে গিয়েছে। সমাজের প্রতিটি বিষয় নিয়েই সরকার কাজ করবে। আবহাওয়া নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে যে ভীতি কাজ করে তা দূর করার চেষ্টা হবে। মহারাষ্ট্রের খড়া, বৃষ্টি ও বন্যাপীড়িত কৃষকদের নিয়েও মন্ত্রিসভার প্রথম বৈঠকে আলোচনা করা হয়। সরকার কৃষকদের মুখে হাসি ফোটাতে তাঁদের সমস্তরকম সহযোগিতা করতে তৈরি। মুখ্যমন্ত্রিত্বের ব্যাটন হাতে নিয়েই এই ঘোষণা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
তিনি বলেন, “আমি রাজ্যের কৃষকদের এমনভাবে সহযোগিতা করতে চাই যে তাতে তাঁরা খুশি হবেন। আমি একটা বিষয় নিশ্চিত করতে চাই যে বরাদ্দকৃত অর্থ শুধু ঘোষণাতেই আটকে থাকবে না কৃষকদের হাতে পৌঁছাবে। আগামী দুদিনের মধ্যেই নতুন সরকার মহারাষ্ট্রের কৃষকদের জন্য বড় কিছু ঘোষণা করতে চলেছে। এই সময় কেউ একজন উদ্ধব ঠাকরেরে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন, শিবসেনা কি এবার ধর্মনিরপেক্ষ হয়ে উঠছে, প্রশ্ন শুনেই বোঝা যায় বেজায় রেগেছেন শিবসেনা প্রধান। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ধর্মনিরপেক্ষতা মানে কি? সংবিধানে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কী দেওয়া আছে?” শিবাজি পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পরে পরেই এই ঘোষণা করেন উদ্ধব ঠাকরে। তিনিই প্রথম ব্যক্তি যিনি ঠাকরে পরিবার থেকে কোনও সাংবিধানিক পদের দায়িত্বে এলেন। তবে তিনি একা নন, শিবসেনার তরফে, একনাথ শিণ্ডে ও সুভাষ দেশাই এদিন শপথ নেন। মহাজোটে অন্য দুই শরিক এনসিপি ও কংগ্রেসের তরফে যথাক্রমে ছাগন ভূজবল, জয়ন্ত পাটিল, বালাসাহেব থোরাট ও নীতিন রাউত। আরও পড়ুন-Uddhav Thackeray : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের, অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
मुख्यमंत्री उद्धव ठाकरे यांचा पहिला निर्णय. #रायगड संवर्धन आणि परिसर विकासाच्या नस्तीवर केली पहिली स्वाक्षरी. रायगड संवर्धनाच्या कामासाठी 20 कोटींचा निधी #RaigadFort @OfficeofUT pic.twitter.com/e9KBs2rDHw
— CMO Maharashtra (@CMOMaharashtra) November 28, 2019
জানা গিয়েছে, শুক্রবার বেলা একটায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দায়িত্ব নেবেন উদ্ভব ঠাকরে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ৫০০ জন কৃষক ও কৃষক পরিবারের বিধবারা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ ও নীতা আম্বানি ও তাঁদের পরিবারের সদস্যরা।